.......*শ্বাশুড়ি কীর্তি*....(নন্দা মুখার্জী) শ্বশুর বাড়ির সংসার, বড়ই মজার ব্যপার- অপবাদ,গঞ্জনা সহ্য আর হয় না - শ্বাশুড়ি মায়ের নেই কোনই তুলনা - কেনো করে তারা বৌ এর প্রতি অত্যাচার - কথায়,কথায় বৌএর মা, বাপকে তুলে উদ্ধার - শিক্ষিত আর দামী পোশাক - একেই কি বলে শুধু ভদ্র ? যে মেয়েটি বাপের বাড়িতে পায়নি কোনো কষ্ট - শ্বশুর বাড়ির লোকের কথায় হয়ে যায় অতীষ্ট - ঘরে বরণ করে লক্ষ্মীরূপে - লক্ষ্মী ঘরে ঢোকার নেই কোনই বউ এর অধিকার - কথায়,কথায় মিথ্যে বুলি , লোকের মধ্যে শুধুই মিশ্রির ছুড়ি - হায়রে !! নুতন বৌদের কি কপাল !! শ্বাশুড়িও তো এক নারী-সন্তানের মা , তবে কেনো- পরের মেয়েটিকে- নিজের মেয়ে ভাবতে পারেন না ? এদের কি বয়স বাড়বে না ? পরমুখাপেক্ষী কি এরা হবেন না ? কেউ তো আবার দুপা এগিয়ে - বাড়ি এসে অপমান কোরে যায় , চোখ মুখ রাঙ্গিয়ে - হায়রে ! পিসি,মাসি ,শ্বাশুড়ি কেউ যায় না বাদ - বৌ গুলির কি কপাল !
No comments:
Post a Comment