Monday, March 14, 2016

মানুষের জীবনটা খুব সহজ / খুব সরল ভাবেই এটা এগিয়ে চলতে পারতো / যদি পারিপার্শ্বিক এতো জটিলতা না থাকতো / আমরা একটু একটু করে যেমন বড় হই ;ঠিক তেমনই জীবনটাকেও একটু একটু কোরে জটিল কোরে ফেলি বা ফেলতে বাধ্য হই ; নানান দিকের নানান ঘটনার মধ্য দিয়ে / ভালো মানুষের সংস্পর্শে যেমন ভালো হওয়া যায় - ঠিক তেমনই জটিলতার মধ্য দিয়ে চলতে গেলে নিজের অজান্তেই জীবন টাকেও জটিল কোরে ফেলি !!!! দোষ কারও নয় - দোষ হচ্ছে --আমাদের পারিপার্শ্বিক জটিলতার !!!! 14.3.16  (নন্দা ).

No comments:

Post a Comment