Monday, March 7, 2016

*** আমার ভরসা ***

ছন্নছাড়া  জীবনে মোর -
তুমিই আমার আশা -
তোমায় নিয়েই কাব্য করি
তুমিই আমার ভরসা থাকোনো তুমি কাছে আমার
কিবা তাতে এলো -গেলো
যেখানে আছ সুখী আছ
এটাই অনেক ভালো
সুস্থ্য থাকো ,ভালো থাকো
এটাই শুধু চাই
বিপদে পড়ে ডাকলে আমি
তোমায় যেন কাছে পাই


(নন্দা মুখার্জী ) 22.7.15

No comments:

Post a Comment