"অমর একুশে"(নন্দা মুখার্জী ) 3.2.16. একুশে ফেব্রুয়ারি - তুমি অমর , তোমায় করেছি বরণ-সমুদ্র সম রক্তের বিনিময়ে , মায়ের ভাষাতে কথা বলার জন্য সংগ্রাম - বিশ্ব ইতিহাসে প্রথম - বিশ্বের দরবারে বাংলা ভাষাকে-পৌছে দিয়েছিল যারা - . সেই রফিক,বরকত,সালাম- নাম না জানা কত নাম - জানাই তোমাদের হাজারও প্রনাম - কত মায়ের বুক হয়েছে খালি - কত বোন মুছেছে সিথির সিদুর - তবুও খুশিতে বুক উঠেছে দুলি - আমাদের গর্ব ,আমাদের অহংকার-মায়ের মুখের বুলি- . বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি- যে তরতাজা যুবকদের প্রানের বিনিময়ে - ছিনিয়ে এনেছিলো তারা মায়ের মুখের ভাষা, বাংলাকে- পৌছে দিয়েছিলো-আন্তজার্তিক স্তরে - তাঁদের অবদান কোনকিছুর বিনিময়ে শোধ করা যায়নি-যাবেও না-আমরা তাঁদের ভুলিনি- ভুলবো না / (নন্দা মুখার্জী )....
Sunday, March 13, 2016
"অমর একুশে"(নন্দা মুখার্জী ) 3.2.16. একুশে ফেব্রুয়ারি - তুমি অমর , তোমায় করেছি বরণ-সমুদ্র সম রক্তের বিনিময়ে , মায়ের ভাষাতে কথা বলার জন্য সংগ্রাম - বিশ্ব ইতিহাসে প্রথম - বিশ্বের দরবারে বাংলা ভাষাকে-পৌছে দিয়েছিল যারা - . সেই রফিক,বরকত,সালাম- নাম না জানা কত নাম - জানাই তোমাদের হাজারও প্রনাম - কত মায়ের বুক হয়েছে খালি - কত বোন মুছেছে সিথির সিদুর - তবুও খুশিতে বুক উঠেছে দুলি - আমাদের গর্ব ,আমাদের অহংকার-মায়ের মুখের বুলি- . বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি- যে তরতাজা যুবকদের প্রানের বিনিময়ে - ছিনিয়ে এনেছিলো তারা মায়ের মুখের ভাষা, বাংলাকে- পৌছে দিয়েছিলো-আন্তজার্তিক স্তরে - তাঁদের অবদান কোনকিছুর বিনিময়ে শোধ করা যায়নি-যাবেও না-আমরা তাঁদের ভুলিনি- ভুলবো না / (নন্দা মুখার্জী )....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment