*ভেক * ( নন্দা মুখার্জী ) 8.3.16 ^^^^^^^^^^^^^^^^^^^^^. একি ? সকাল থেকে বাজছে মাইক- চলছে নারীর গুনগান !! . তবে কি আজ আটই মার্চ ?? ক্যালেন্ডারের পাতা দেখি- "নারী দিবস"- হচ্ছে পালন - তাবড় নেতারা গলা ফাটিয়ে - কোরছে নারীর গুনগান - তিনশ পয়ষট্টি দিনের একটি দিন - দেয় নারীকে শ্রেস্টত্বের সম্মান - বাকি দিনগুলি সেই পুরুষই - করে নারীকে অপমান - এ সব আর লাগেনা ভালো - ভেকধারী পুরুষতান্তিক সমাজ !! পুরুষ দিবস হয়না পালন - সারা বছর ই তো তাদের রাজ !! একটা দিন বেছে নিয়ে - সকল নারী জাতিকে কোরছে অপমান - ধিক্কার দিই ! এ সমাজকে !! যার জন্য দেখলি পৃথিবীর আলো , অসুস্থ্য হলেও সেই নারীর সেবায় -চলতে পারিস ভালো- - . পতিপদে করিস সেই নারীকেই- অপমান আর লাঞ্চনা - . নারীর এ অপমান -কিছুতেই নারী জাতী মানবে না / ( নন্দা ) 8.3.16
No comments:
Post a Comment