আমি নারী - অতি সাধারণ এক নারী -
স্বামী ,সন্তান আর সংসার আমার জীবন -
রোজ ছুটে যেয়ে বাস ধরে আমি অফিস করি -
আমি -অতি সাধারণ এক নারী -
স্বামী ফেরেন,অফিস থেকে অতি ক্লান্ত হোয়ে -
সেবা করা তাকে আমার ধর্ম -
শ্বশুর আমার বৃদ্ধ মানুষ -
ছেলের বউ এর হাতে একটু সেবা চান -
সন্তান আমার - সেতো নারীছেড়া ধন -
এরা সকলেই আমার প্রাণ -
কাউকেই পারিনা কোরতে, আমি অবহেলা -
এটাই সংসারের নিয়ম - নীতির খেলা -
আমি - অতি সাধারণ এক নারী -
চোরের পিছনে হয়তো আমি সারারাত ছুটি -
বাড়িতে আমি সারাটা সময় খাটি -
আমার নেইকো কোনো বিশ্রাম -
আমি সরকারী চাকরি করি -
যখন- তখন উর্ধ্বতনের ডাকে আমি ছুটি -
দিন- রাত বলে নেই কিছুই আমার -
দেশের সেবা করবো বলে- নিয়েছি যে শপথ -
ফাকি দেওয়ার আমার নেই কোনো খোলা পথ -
আমি যে মমতাময়ী- অতি সাধারণ এক নারী -
নারী হয়েও আমি বাঁচাতে পারিনা- অনেক নারীর সম্মান -
যদিও আছে হাতে - সে ক্ষমতা আমার -
আমি সরকারী চাকরী করি -
আমি সেন্হময়ী- অতি সাধারণ এক নারী -
পিস্তল হাতে , ছুটি ডাকাতের পিছে -
বন্ধুর পথ, বড় বড় দেওয়াল আমি টপকে চলি -
আমি নমনীয় - অতি সাধারণ এক নারী -
আমার পরিচয় পূর্বে ছিলো - বাপের নামের পরে -
এখন স্বামীর পদবী নিয়ে-
তার পরিচয়েই আমার পরিচিতি বাড়ে -
(কারণ) আমি অতি সাধারণ এক নারী / ( নন্দা )
স্বামী ,সন্তান আর সংসার আমার জীবন -
রোজ ছুটে যেয়ে বাস ধরে আমি অফিস করি -
আমি -অতি সাধারণ এক নারী -
স্বামী ফেরেন,অফিস থেকে অতি ক্লান্ত হোয়ে -
সেবা করা তাকে আমার ধর্ম -
শ্বশুর আমার বৃদ্ধ মানুষ -
ছেলের বউ এর হাতে একটু সেবা চান -
সন্তান আমার - সেতো নারীছেড়া ধন -
এরা সকলেই আমার প্রাণ -
কাউকেই পারিনা কোরতে, আমি অবহেলা -
এটাই সংসারের নিয়ম - নীতির খেলা -
আমি - অতি সাধারণ এক নারী -
চোরের পিছনে হয়তো আমি সারারাত ছুটি -
বাড়িতে আমি সারাটা সময় খাটি -
আমার নেইকো কোনো বিশ্রাম -
আমি সরকারী চাকরি করি -
যখন- তখন উর্ধ্বতনের ডাকে আমি ছুটি -
দিন- রাত বলে নেই কিছুই আমার -
দেশের সেবা করবো বলে- নিয়েছি যে শপথ -
ফাকি দেওয়ার আমার নেই কোনো খোলা পথ -
আমি যে মমতাময়ী- অতি সাধারণ এক নারী -
নারী হয়েও আমি বাঁচাতে পারিনা- অনেক নারীর সম্মান -
যদিও আছে হাতে - সে ক্ষমতা আমার -
আমি সরকারী চাকরী করি -
আমি সেন্হময়ী- অতি সাধারণ এক নারী -
পিস্তল হাতে , ছুটি ডাকাতের পিছে -
বন্ধুর পথ, বড় বড় দেওয়াল আমি টপকে চলি -
আমি নমনীয় - অতি সাধারণ এক নারী -
আমার পরিচয় পূর্বে ছিলো - বাপের নামের পরে -
এখন স্বামীর পদবী নিয়ে-
তার পরিচয়েই আমার পরিচিতি বাড়ে -
(কারণ) আমি অতি সাধারণ এক নারী / ( নন্দা )
No comments:
Post a Comment