মানুষগুলি মুখোশধারী-
পাপ- পূর্ণ্য এর হিসাব তারা করে না,
সর্বক্ষণ স্বার্থ নিয়েই ব্যস্ত,
জবাবদিহি তো একদিন করতেই হবে,
নিজের কাছে না হোক, উপরআলার কাছে তো বটেই-
হিসাবের খাতা টা তো তার কাছেই-
ঘুড়িটা ছেড়ে দিয়ে, লাটাইটা হাতে তার ,
পাপের ঘড়া পূর্ণ হলেই , লাটাই ধরে দেবেন টান,
সে টান রুখার ক্ষমতা যে কারও নেই,
জবাব তো তোকে দিতেই হবে,
আজ হোক বা কাল l
পাপ- পূর্ণ্য এর হিসাব তারা করে না,
সর্বক্ষণ স্বার্থ নিয়েই ব্যস্ত,
জবাবদিহি তো একদিন করতেই হবে,
নিজের কাছে না হোক, উপরআলার কাছে তো বটেই-
হিসাবের খাতা টা তো তার কাছেই-
ঘুড়িটা ছেড়ে দিয়ে, লাটাইটা হাতে তার ,
পাপের ঘড়া পূর্ণ হলেই , লাটাই ধরে দেবেন টান,
সে টান রুখার ক্ষমতা যে কারও নেই,
জবাব তো তোকে দিতেই হবে,
আজ হোক বা কাল l
No comments:
Post a Comment