"গরল জীবন "(নন্দা মুখার্জী) 30.3.16 ================================.ছোটবেলার অনেক চাওয়া- অনেক স্বপ্ন নিয়ে - সবাই যখন বড় হয় - চলতে গেলে তখন-শুধুই হোচট খায় - ছেলেবেলার দিনগুলি অনেক সহজ সরল - বড় হয়েই বুঝতে পারে - জীবন মানেই গরল - জটিলতার মধ্য দিয়ে-চলতে হয় সর্বক্ষণ - বড় হয়েই ভুল করেছি - বুঝতে পারে- বড় হয়ে এখন - নেই কোনো জাদু মন্ত্র - আর ছোট হওয়ার - স্বপ্ন গুলো হওয়ায় ভাসে - ঘুমিয়ে থাকলেও- তারা আর আসে না যে ! চাওয়া পাওয়ার হিসাব যেন - অমিল হয়ে যায় - একটা ভাবনায় পেয়ে বসে - কিভাবে শুধু বেচে থাকা যায় / (নন্দা )30.3.16 9pm.
No comments:
Post a Comment