*প্রিয় বন্ধু*(নন্দা মুখার্জী )9.2.16.
পাখিটাকে উড়িয়ে দিলাম -
তোকে খুঁজে আনতে -
কোথায় আছিস বন্ধু তুই -
হবেই সেটা জানতে -
ছেলেবেলার স্মৃতিগুলি মনে পড়ে বার ,বার -
ফিরে যদি পেতাম বন্ধু দিনগুলি আবার -
ঈদ ,পূজাতে দুজন মিলে ঘুরতাম হেথা - হোথা -
একসাথেই স্বরস্বতী পূজার দিতাম অঞ্জলী -
মনে আছে কি তোর সেকথা?
হারিয়ে গেছে দিনগুলি মোদের-হারায় নি যে স্মৃতিগুলি
ঘুমের মধ্যে স্বপন দেখে - আজও সত্য ভেবে ভুল করি
...........................................আমার ছেলেবেলার বন্ধু পারভীন আকতার / ওর সাথে মাধ্যমিক পাশ করার পর আর দেখা হয়নি ; ভীষন মিস করি ওকে / ওর জন্য আমার এই কবিতাটি /
মনে আছে কি তোর সেকথা?
হারিয়ে গেছে দিনগুলি মোদের-হারায় নি যে স্মৃতিগুলি
ঘুমের মধ্যে স্বপন দেখে - আজও সত্য ভেবে ভুল করি
- হবে কি দেখা-তোর সাথে মোর ,এ জনমে আবার -
- কাটবে কি দিন আগের মতই-তোর আর আমার। ......................
...........................................আমার ছেলেবেলার বন্ধু পারভীন আকতার / ওর সাথে মাধ্যমিক পাশ করার পর আর দেখা হয়নি ; ভীষন মিস করি ওকে / ওর জন্য আমার এই কবিতাটি /
No comments:
Post a Comment