*পড়ন্ত বেলায় *(নন্দা মুখার্জী ). অনেক বছর আগে- প্রায় তিন যুগ হবে -- দেখেছিলাম তোমায়- এসেছিলে আমাদের বাড়ি - মা,বাবার সাথে - তখন সদ্য কিশোরী আমি - তুমিও কিশোর- লতায়-পাতায় সম্পর্ক রক্তের - গল্প- গুজব, খাওয়া-বেড়ানো - সবই হত একসাথে - . . রক্তের সম্পর্কটা - সব সময় মনে রেখে - কখন যেনো -নিজেরই অজান্তে ভালো লেগে গেলো তোমাকে -- হয়তোবা- ভালোইবেসে ফেলেছিলাম তোমায় - বলিনি কোনদিন - আমার এই দুর্বলতার কথা তোমায় - . "পাছে লোকে কিছু বলে"- ভেবে - মাঝে মধ্যে, তারপর তুমি- এসেছ অনেকবার - হাসি,গল্প ,ঝগড়া ,আড়ি- চলেছে বরাবর - কোনদিন মনের কথা- প্রকাশ করতে পারিনি তোমাকে . জানতে পারিনি- কি ছিলো তোমার মনে নিয়ে আমাকে . ভরা সংসার এখন আমার- তবুও একটা শূন্যতা - করনি তুমি বিয়ে কেনো- জানতে চাইনি কোনদিন - আজ এই বিকালের - শেষ প্রান্তে এসে - ভাবি যখন - একা একা বসে - তবে কি তোমারও মনে ছিলো কিছু- নিয়ে আমাকে --- (নন্দা মুখার্জী ) 13.6.15
No comments:
Post a Comment