*চির বিশ্রাম* (নন্দা মুখার্জী ) 11.3.16. লাশ কাটা ঘরে পড়ে আছে সে - চোখ তার বন্ধ - হয়ে গেছে বোবা - এখন দৃষ্টি স্থির মুখে নেই কথা - একদিন সবই ছিলো - যা যা একটা মানুষের জীবনে থাকে - একটু পরেই তার দেহ হবে কাটা-ছেড়া - সামান্য আঘাতেই যে চিত্কার কোরে উঠতো - আজ সে আর কোনো বাধা দেবে না - কোরবে না সে কোনো চিত্কার !! কি অসহনীয় যন্ত্রণা স্হ্য় কোরে - সে আজ এখানে ঠায় নিয়েছে - মৃত্য- সেতো অনিবার্য ,কিন্তু কেউ চায় না - পুরে ছাই হওয়ার আগে , লাশ কাটা ঘরে একটু বিশ্রাম !!!! কিছু নিষ্ঠুর মানুষের লালসার শিকার সে - অনেক স্বপ্ন ,অনেক আশা তার ও জীবনে ছিলো - একটু একটু করে রং তুলি ছাড়া - স্বপ্নগুলিকে রাঙ্গিয়ে তুলছিল সে ও - মাঝ পথে সবকিছু থেমে গেলো - প্রকাশ্য দিবালোকে তাকে তুলে নিয়ে গেলো - সমাজের তথাকথিত ভদ্রলোকের (???) ছেলেরা - তার জীবনের ক্যানভাস ,রং তুলি ভেঙ্গে- ছড়িয়ে ছিটিয়ে - তার ঠায় করে দিলো - শীতল লাশ কাটা ঘরে / ( নন্দা )
No comments:
Post a Comment