পথিক, তোমায় দেখেছিলাম আমি,
রাতের আঁধারে,
ভাবিনি কখনো বাধবে বাসা,
বুকের মাঝারে....
কোথায় তোমার ঘর পথিক?
কোথায় তোমার বাড়ি?
ঘুমের মধ্যে আমি যে শুধু,
তোমায় খুঁজে মরি -
আসবে কবে পথিক তুমি,
পক্ষিরাজে চড়ে,
তেপান্তরের মাঠ পেড়িয়ে-
সাত সমুদ্র পরে,
রাজকন্যার বেশে আমি, থাকবো একা বোসে-
নিয়ে যেও, এসে আমায়-
তোমার সাথে ,তোমার দেশে l
রাতের আঁধারে,
ভাবিনি কখনো বাধবে বাসা,
বুকের মাঝারে....
কোথায় তোমার ঘর পথিক?
কোথায় তোমার বাড়ি?
ঘুমের মধ্যে আমি যে শুধু,
তোমায় খুঁজে মরি -
আসবে কবে পথিক তুমি,
পক্ষিরাজে চড়ে,
তেপান্তরের মাঠ পেড়িয়ে-
সাত সমুদ্র পরে,
রাজকন্যার বেশে আমি, থাকবো একা বোসে-
নিয়ে যেও, এসে আমায়-
তোমার সাথে ,তোমার দেশে l
No comments:
Post a Comment