মাঝে মাঝে দেখি - ফেসবুকে যারা লেখা লেখি করেন তারা "আর ফেসবুক করবনা ,বন্ধু বিদায় "-- এই সব নানান ধরনের একটা বিবৃতি দিয়ে বেশ জমকালো একটা লেখা পোস্ট কোরে দেন / আর এটা দেখে এবং পড়ে কিছু বন্ধু (????) গান জুড়ে দেন ,"না ---- যেও - না ---"- চব্বিশ ঘন্টা পার হতে না হতেই ওই ব্যক্তি আবার লিখতে শুরু করেন - এটা কি ধরনের মানসিকতা !!!! আমার এই মোটা মাথায় আসে না / আচ্ছা, তারা কি নিজেদের লেখার জনপ্রিয়তা মাপতে এটা করেন ?? মজার ব্যপার হোলো - এগুলিতেও লাইক ,কমেন্ট পড়ে - আর কতগুলি পড়লো তা তিনি দেখেন ,কমেন্টগুলি আবার লাইক ও কোরে থাকেন /সত্যি কি বিচিত্র - এই ফেসবুক দুনিয়া !!!. 14.3.16
Monday, March 14, 2016
মাঝে মাঝে দেখি - ফেসবুকে যারা লেখা লেখি করেন তারা "আর ফেসবুক করবনা ,বন্ধু বিদায় "-- এই সব নানান ধরনের একটা বিবৃতি দিয়ে বেশ জমকালো একটা লেখা পোস্ট কোরে দেন / আর এটা দেখে এবং পড়ে কিছু বন্ধু (????) গান জুড়ে দেন ,"না ---- যেও - না ---"- চব্বিশ ঘন্টা পার হতে না হতেই ওই ব্যক্তি আবার লিখতে শুরু করেন - এটা কি ধরনের মানসিকতা !!!! আমার এই মোটা মাথায় আসে না / আচ্ছা, তারা কি নিজেদের লেখার জনপ্রিয়তা মাপতে এটা করেন ?? মজার ব্যপার হোলো - এগুলিতেও লাইক ,কমেন্ট পড়ে - আর কতগুলি পড়লো তা তিনি দেখেন ,কমেন্টগুলি আবার লাইক ও কোরে থাকেন /সত্যি কি বিচিত্র - এই ফেসবুক দুনিয়া !!!. 14.3.16
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment