"ভালোবাসা নয় তো পাপ"(নন্দা মুখার্জী)3.2.16................
আমি তো কোনো করিনি অন্যায় - শুধু বলেছিলাম,"তোকে ভালোবাসি"- ভালোবাসা যদি অপরাধ হয় , আমি তবে অপরাধী !! আমি তো কোনো করিনি অন্যায় - শুধু তোকে নিয়ে একটি ঘর বাঁধতে চেয়েছিলাম - স্বপ্ন দেখা যদি পাপ হয় - তবে আমি এক পাপী !! আমি কি কোনো করেছি অন্যায় ? তোর বুকে মাথা রেখে শুধু বাঁচতে চেয়েছিলাম - তুই আমাকে কোনদিনও বুঝিসনি - তাই আমার বাঁচার রাস্তাটাও - নিজ হাতে বন্ধ কোরে দিলি !! তুই ভালো থাকিস- ফিরবো না আর কোনদিন /. (নন্দা মুখার্জী )3.2.16
আমি তো কোনো করিনি অন্যায় - শুধু বলেছিলাম,"তোকে ভালোবাসি"- ভালোবাসা যদি অপরাধ হয় , আমি তবে অপরাধী !! আমি তো কোনো করিনি অন্যায় - শুধু তোকে নিয়ে একটি ঘর বাঁধতে চেয়েছিলাম - স্বপ্ন দেখা যদি পাপ হয় - তবে আমি এক পাপী !! আমি কি কোনো করেছি অন্যায় ? তোর বুকে মাথা রেখে শুধু বাঁচতে চেয়েছিলাম - তুই আমাকে কোনদিনও বুঝিসনি - তাই আমার বাঁচার রাস্তাটাও - নিজ হাতে বন্ধ কোরে দিলি !! তুই ভালো থাকিস- ফিরবো না আর কোনদিন /. (নন্দা মুখার্জী )3.2.16
No comments:
Post a Comment