....*আমরা যে অসহায়*.... আমরা মোমবাতি জ্বালিয়ে শোক পালন করি - রাজনীতির রং ধরে ঝান্ডা তুলি - ফিরে কি আসে সেই- আমরা যাকে হারিয়ে ফেলি ? . মিডিয়া ছুটে বেড়ায় ক্যামেরা নিয়ে কাঁধে , কাঁদে কি বিবেক তার ( অপরাধীর ) নিজের অপরাধে ? বন্ধ হয় কি সেই অপরাধ করা ? চারিপার্শ্বে শুধুই যে অপরাধে ভরা - চলে কিছুদিন সকলের মুখে মুখে আলোচনা - ভুলে যাই কিছু দিনেই এ সব ভাবনা - ছিলাম যে তিমিরে,ফিরে যাই সেখানেই - এ- ভাবেই বাঁচি মোরা প্রিয়জনকে হারিয়েই - কিছুদিন পরেই একই অন্যায়,মোমবাতি মিছিল ,মিডিয়ার ছুটোছুটি - আলোচনা চলে- গলি থেকে রাজপথে , সকলেই বলি ," ভালো নেই ভাই, আছি মোটামুটি "/ ছেড়া পাল নিয়ে ,ভাঙ্গা তরী বেয়ে - সাগর পাড়ি দেওয়ার দেখি স্বপ্ন - বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখি , জীবনের অনেক ভাবনায় থেকে যায় অপূর্ণ / 26.1.16
No comments:
Post a Comment