"গরল জীবন "(নন্দা মুখার্জী) 30.3.16 ================================.ছোটবেলার অনেক চাওয়া- অনেক স্বপ্ন নিয়ে - সবাই যখন বড় হয় - চলতে গেলে তখন-শুধুই হোচট খায় - ছেলেবেলার দিনগুলি অনেক সহজ সরল - বড় হয়েই বুঝতে পারে - জীবন মানেই গরল - জটিলতার মধ্য দিয়ে-চলতে হয় সর্বক্ষণ - বড় হয়েই ভুল করেছি - বুঝতে পারে- বড় হয়ে এখন - নেই কোনো জাদু মন্ত্র - আর ছোট হওয়ার - স্বপ্ন গুলো হওয়ায় ভাসে - ঘুমিয়ে থাকলেও- তারা আর আসে না যে ! চাওয়া পাওয়ার হিসাব যেন - অমিল হয়ে যায় - একটা ভাবনায় পেয়ে বসে - কিভাবে শুধু বেচে থাকা যায় / (নন্দা )30.3.16 9pm.
Thursday, March 31, 2016
"গরল জীবন "(নন্দা মুখার্জী) 30.3.16 ================================.ছোটবেলার অনেক চাওয়া- অনেক স্বপ্ন নিয়ে - সবাই যখন বড় হয় - চলতে গেলে তখন-শুধুই হোচট খায় - ছেলেবেলার দিনগুলি অনেক সহজ সরল - বড় হয়েই বুঝতে পারে - জীবন মানেই গরল - জটিলতার মধ্য দিয়ে-চলতে হয় সর্বক্ষণ - বড় হয়েই ভুল করেছি - বুঝতে পারে- বড় হয়ে এখন - নেই কোনো জাদু মন্ত্র - আর ছোট হওয়ার - স্বপ্ন গুলো হওয়ায় ভাসে - ঘুমিয়ে থাকলেও- তারা আর আসে না যে ! চাওয়া পাওয়ার হিসাব যেন - অমিল হয়ে যায় - একটা ভাবনায় পেয়ে বসে - কিভাবে শুধু বেচে থাকা যায় / (নন্দা )30.3.16 9pm.
Wednesday, March 30, 2016
=======+লড়াই+======= কালের গতিতে সময় চলে যায় - . . . . . . . . . . . . . সময়েরই মত - . . . জীবনও এগিয়ে চলে - দুঃখ,সুখ,যন্ত্রনায় - . . . . . . . ব্যথা সহে শত - অজস্র আশা- কিছুটা তার পূরণ - . . . . . . . . . . . . . জীবন খাতায় থেকে যায় - . . . . . . . . . অনেক চাওয়াই অপূরণ - . . . . . . . . . . . শত দুঃখ কষ্টের মাঝে - . . . . . . . . তবুও বেচে থাকা - . . বাঁচার রাস্তা শুধুই আকাবাঁকা - . . . . . . . . . . প্রতিটা নিঃশ্বাস- প্রশ্বাসে শুধু - . . . . . . . . . . . . চলছে বাঁচার লড়াই - . . . . . . . তবুও আমরা এ- লড়াই এ- . . . . . . . . . . . . মাঝে মাঝেই থম্কে দাড়াই /( নন্দা ) 27.3.16 9PM.
Friday, March 25, 2016
~~~~~~"ঈশ্বর কৃপা"~~~~~~~. তোমরা যখন ফাগুন দিনে , . . .. .. . আবির খেলায় মত্ত সকলে - .. . . . . . . . . . . . আমি তখন সকলের সাথে , আই.সি.সি.ইউ. এর সামনে হাসপাতালে - . . . . . . . . . . . . .
. ডাক্তার এসে জানিয়ে গেলেন , . . . . . . . বাঁচার নেই কো আশা - . . . .. . . . স্বামী আপনার চলে গেছেন . েন্টিলেশনে , . . . . . . .. আমাদের হাতের বাইরে এখন - . . . . . . . . ...... . ডাকুন শুধু সেই সর্বশক্তিমানকে - . . . . . . . . . .... একমাত্র পারেন তিনিই বাঁচাতে , . . . আপনার স্বামীকে -- মানুষ নয়কো দেবতা তিনি , . .. এলেন যেন ডাক্তার রূপে - . . . . . . জ্ঞান ফেরালেন বাহাত্তর ঘন্টার নিরলস শ্রমে , . . . . . . . . . . ফুটলো হাসি সকলের মুখে , . . . . . ফিরে পেলাম যেনো নিজেকে - . . . . . . . . . . . ডাকলো মেয়ে বাবা বলে - . . . . . . জড়িয়ে ধরে চুমু খেলো ছেলে বাবাকে , . . . . . . . . . . . . খুশির জোয়ার বইলো আবার - . . . . . . . . . . আমার সোনার সংসারে / 25.03.16 7PM.
. ডাক্তার এসে জানিয়ে গেলেন , . . . . . . . বাঁচার নেই কো আশা - . . . .. . . . স্বামী আপনার চলে গেছেন . েন্টিলেশনে , . . . . . . .. আমাদের হাতের বাইরে এখন - . . . . . . . . ...... . ডাকুন শুধু সেই সর্বশক্তিমানকে - . . . . . . . . . .... একমাত্র পারেন তিনিই বাঁচাতে , . . . আপনার স্বামীকে -- মানুষ নয়কো দেবতা তিনি , . .. এলেন যেন ডাক্তার রূপে - . . . . . . জ্ঞান ফেরালেন বাহাত্তর ঘন্টার নিরলস শ্রমে , . . . . . . . . . . ফুটলো হাসি সকলের মুখে , . . . . . ফিরে পেলাম যেনো নিজেকে - . . . . . . . . . . . ডাকলো মেয়ে বাবা বলে - . . . . . . জড়িয়ে ধরে চুমু খেলো ছেলে বাবাকে , . . . . . . . . . . . . খুশির জোয়ার বইলো আবার - . . . . . . . . . . আমার সোনার সংসারে / 25.03.16 7PM.
Wednesday, March 16, 2016
* শুধু লোভ *( নন্দা মুখার্জী ) 15.3.16. <><><><><><><><><><><><><><><><> ছোট্ট পাখি বনের মাঝে - . . .... .উড়ে নিজের খুশির ছলে - ... .. . . . .... .. . নেই কোনো ঠিকানা তার - . . . . . . . . . বেড়ায় হেসে খেলে - . মস্ত বড়ো পৃথিবীতে নেই তার বাসা - . . . . . . . . ... ............ এক বণ থেকে আরেক বনে - . . . . . . . . . . বেড়ায় উড়ে,রেখে ডানার উপর ভরসা - . . . . . . . আমাদের আছে আপনজন - . . . . . . . . . . আছে নিজের ঠিকানা - আপনজনের কোনো খবর কেউ রাখি না - . . . . . . . . . . . . . . . . . একটা দানা পেলে পরে - . . পাখি হয় খুব খুশি - আমাদের আছে অনেক -আমরা অখুশি - . . . . . . . . . . . . . . . . . কিসের এতো গরব মোদের - . . . . . . . . . আজ আছি - কাল নেই - . . নিজের থেকে পরের ধনে-দৃষ্টি শুধু দিই - . . . . . .. . . . . . বাইরে মোরা যতই সাদা-ভিতরটা যে কালো - . . . . . . . . . . . . . টাকার গদিতে বোসছি মোরা-তবুও নেই ভালো /
Monday, March 14, 2016
মাঝে মাঝে দেখি - ফেসবুকে যারা লেখা লেখি করেন তারা "আর ফেসবুক করবনা ,বন্ধু বিদায় "-- এই সব নানান ধরনের একটা বিবৃতি দিয়ে বেশ জমকালো একটা লেখা পোস্ট কোরে দেন / আর এটা দেখে এবং পড়ে কিছু বন্ধু (????) গান জুড়ে দেন ,"না ---- যেও - না ---"- চব্বিশ ঘন্টা পার হতে না হতেই ওই ব্যক্তি আবার লিখতে শুরু করেন - এটা কি ধরনের মানসিকতা !!!! আমার এই মোটা মাথায় আসে না / আচ্ছা, তারা কি নিজেদের লেখার জনপ্রিয়তা মাপতে এটা করেন ?? মজার ব্যপার হোলো - এগুলিতেও লাইক ,কমেন্ট পড়ে - আর কতগুলি পড়লো তা তিনি দেখেন ,কমেন্টগুলি আবার লাইক ও কোরে থাকেন /সত্যি কি বিচিত্র - এই ফেসবুক দুনিয়া !!!. 14.3.16
মানুষের জীবনটা খুব সহজ / খুব সরল ভাবেই এটা এগিয়ে চলতে পারতো / যদি পারিপার্শ্বিক এতো জটিলতা না থাকতো / আমরা একটু একটু করে যেমন বড় হই ;ঠিক তেমনই জীবনটাকেও একটু একটু কোরে জটিল কোরে ফেলি বা ফেলতে বাধ্য হই ; নানান দিকের নানান ঘটনার মধ্য দিয়ে / ভালো মানুষের সংস্পর্শে যেমন ভালো হওয়া যায় - ঠিক তেমনই জটিলতার মধ্য দিয়ে চলতে গেলে নিজের অজান্তেই জীবন টাকেও জটিল কোরে ফেলি !!!! দোষ কারও নয় - দোষ হচ্ছে --আমাদের পারিপার্শ্বিক জটিলতার !!!! 14.3.16 (নন্দা ).
*আমরা ভাই বোন * 14.3.16. =_=========_=========_==========_=======_. বাংলা আমার মায়ের ভাষা - বাংলা আমার আশা ভরসা - এপার ওপার দুই পাড়েতেই - বাংলা মায়ের ঘর - মাঝখানেতে একটি বাঁধা - কাঁটা তারের বাধন - দুই পাড়েতেই আছে আমার - বাংলা মায়ের সন্তানেরা - থাকিনা কেনো দুই দেশেতে - কথা বলি এক ভাষাতে - ঈদ ,পুজোতে করি দুই পাড়েতেই আনন্দ - . ................. হয়না হয়তো এক সাথেতে - আনন্দ তাতেও- হয়না কিছু মন্দ- ফেবুর দৌলতে দু পাড় বাংলায় - . পেয়েছি অনেক ভাই বোন - সকলেরই সাথে রোজ ই কথা হয় - কি বা এলো গেলো ওই তারের বেড়ায় ? ফেবু আমাদের কোরে দিয়েছে - যেনো সকলকে এক পাড়ায় / ( নন্দা ). ...<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< *ধন্যবাদ ফেবু* ........
Sunday, March 13, 2016
.......*শ্বাশুড়ি কীর্তি*....(নন্দা মুখার্জী) শ্বশুর বাড়ির সংসার, বড়ই মজার ব্যপার- অপবাদ,গঞ্জনা সহ্য আর হয় না - শ্বাশুড়ি মায়ের নেই কোনই তুলনা - কেনো করে তারা বৌ এর প্রতি অত্যাচার - কথায়,কথায় বৌএর মা, বাপকে তুলে উদ্ধার - শিক্ষিত আর দামী পোশাক - একেই কি বলে শুধু ভদ্র ? যে মেয়েটি বাপের বাড়িতে পায়নি কোনো কষ্ট - শ্বশুর বাড়ির লোকের কথায় হয়ে যায় অতীষ্ট - ঘরে বরণ করে লক্ষ্মীরূপে - লক্ষ্মী ঘরে ঢোকার নেই কোনই বউ এর অধিকার - কথায়,কথায় মিথ্যে বুলি , লোকের মধ্যে শুধুই মিশ্রির ছুড়ি - হায়রে !! নুতন বৌদের কি কপাল !! শ্বাশুড়িও তো এক নারী-সন্তানের মা , তবে কেনো- পরের মেয়েটিকে- নিজের মেয়ে ভাবতে পারেন না ? এদের কি বয়স বাড়বে না ? পরমুখাপেক্ষী কি এরা হবেন না ? কেউ তো আবার দুপা এগিয়ে - বাড়ি এসে অপমান কোরে যায় , চোখ মুখ রাঙ্গিয়ে - হায়রে ! পিসি,মাসি ,শ্বাশুড়ি কেউ যায় না বাদ - বৌ গুলির কি কপাল !
....*আমরা যে অসহায়*.... আমরা মোমবাতি জ্বালিয়ে শোক পালন করি - রাজনীতির রং ধরে ঝান্ডা তুলি - ফিরে কি আসে সেই- আমরা যাকে হারিয়ে ফেলি ? . মিডিয়া ছুটে বেড়ায় ক্যামেরা নিয়ে কাঁধে , কাঁদে কি বিবেক তার ( অপরাধীর ) নিজের অপরাধে ? বন্ধ হয় কি সেই অপরাধ করা ? চারিপার্শ্বে শুধুই যে অপরাধে ভরা - চলে কিছুদিন সকলের মুখে মুখে আলোচনা - ভুলে যাই কিছু দিনেই এ সব ভাবনা - ছিলাম যে তিমিরে,ফিরে যাই সেখানেই - এ- ভাবেই বাঁচি মোরা প্রিয়জনকে হারিয়েই - কিছুদিন পরেই একই অন্যায়,মোমবাতি মিছিল ,মিডিয়ার ছুটোছুটি - আলোচনা চলে- গলি থেকে রাজপথে , সকলেই বলি ," ভালো নেই ভাই, আছি মোটামুটি "/ ছেড়া পাল নিয়ে ,ভাঙ্গা তরী বেয়ে - সাগর পাড়ি দেওয়ার দেখি স্বপ্ন - বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখি , জীবনের অনেক ভাবনায় থেকে যায় অপূর্ণ / 26.1.16
প্রিয় বন্ধু
*প্রিয় বন্ধু*(নন্দা মুখার্জী )9.2.16.
পাখিটাকে উড়িয়ে দিলাম -
তোকে খুঁজে আনতে -
কোথায় আছিস বন্ধু তুই -
হবেই সেটা জানতে -
ছেলেবেলার স্মৃতিগুলি মনে পড়ে বার ,বার -
ফিরে যদি পেতাম বন্ধু দিনগুলি আবার -
ঈদ ,পূজাতে দুজন মিলে ঘুরতাম হেথা - হোথা -
একসাথেই স্বরস্বতী পূজার দিতাম অঞ্জলী -
মনে আছে কি তোর সেকথা?
হারিয়ে গেছে দিনগুলি মোদের-হারায় নি যে স্মৃতিগুলি
ঘুমের মধ্যে স্বপন দেখে - আজও সত্য ভেবে ভুল করি
...........................................আমার ছেলেবেলার বন্ধু পারভীন আকতার / ওর সাথে মাধ্যমিক পাশ করার পর আর দেখা হয়নি ; ভীষন মিস করি ওকে / ওর জন্য আমার এই কবিতাটি /
মনে আছে কি তোর সেকথা?
হারিয়ে গেছে দিনগুলি মোদের-হারায় নি যে স্মৃতিগুলি
ঘুমের মধ্যে স্বপন দেখে - আজও সত্য ভেবে ভুল করি
- হবে কি দেখা-তোর সাথে মোর ,এ জনমে আবার -
- কাটবে কি দিন আগের মতই-তোর আর আমার। ......................
...........................................আমার ছেলেবেলার বন্ধু পারভীন আকতার / ওর সাথে মাধ্যমিক পাশ করার পর আর দেখা হয়নি ; ভীষন মিস করি ওকে / ওর জন্য আমার এই কবিতাটি /
"ভালোবাসা নয় তো পাপ"(নন্দা মুখার্জী)3.2.16................
আমি তো কোনো করিনি অন্যায় - শুধু বলেছিলাম,"তোকে ভালোবাসি"- ভালোবাসা যদি অপরাধ হয় , আমি তবে অপরাধী !! আমি তো কোনো করিনি অন্যায় - শুধু তোকে নিয়ে একটি ঘর বাঁধতে চেয়েছিলাম - স্বপ্ন দেখা যদি পাপ হয় - তবে আমি এক পাপী !! আমি কি কোনো করেছি অন্যায় ? তোর বুকে মাথা রেখে শুধু বাঁচতে চেয়েছিলাম - তুই আমাকে কোনদিনও বুঝিসনি - তাই আমার বাঁচার রাস্তাটাও - নিজ হাতে বন্ধ কোরে দিলি !! তুই ভালো থাকিস- ফিরবো না আর কোনদিন /. (নন্দা মুখার্জী )3.2.16
আমি তো কোনো করিনি অন্যায় - শুধু বলেছিলাম,"তোকে ভালোবাসি"- ভালোবাসা যদি অপরাধ হয় , আমি তবে অপরাধী !! আমি তো কোনো করিনি অন্যায় - শুধু তোকে নিয়ে একটি ঘর বাঁধতে চেয়েছিলাম - স্বপ্ন দেখা যদি পাপ হয় - তবে আমি এক পাপী !! আমি কি কোনো করেছি অন্যায় ? তোর বুকে মাথা রেখে শুধু বাঁচতে চেয়েছিলাম - তুই আমাকে কোনদিনও বুঝিসনি - তাই আমার বাঁচার রাস্তাটাও - নিজ হাতে বন্ধ কোরে দিলি !! তুই ভালো থাকিস- ফিরবো না আর কোনদিন /. (নন্দা মুখার্জী )3.2.16
"অমর একুশে"(নন্দা মুখার্জী ) 3.2.16. একুশে ফেব্রুয়ারি - তুমি অমর , তোমায় করেছি বরণ-সমুদ্র সম রক্তের বিনিময়ে , মায়ের ভাষাতে কথা বলার জন্য সংগ্রাম - বিশ্ব ইতিহাসে প্রথম - বিশ্বের দরবারে বাংলা ভাষাকে-পৌছে দিয়েছিল যারা - . সেই রফিক,বরকত,সালাম- নাম না জানা কত নাম - জানাই তোমাদের হাজারও প্রনাম - কত মায়ের বুক হয়েছে খালি - কত বোন মুছেছে সিথির সিদুর - তবুও খুশিতে বুক উঠেছে দুলি - আমাদের গর্ব ,আমাদের অহংকার-মায়ের মুখের বুলি- . বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি- যে তরতাজা যুবকদের প্রানের বিনিময়ে - ছিনিয়ে এনেছিলো তারা মায়ের মুখের ভাষা, বাংলাকে- পৌছে দিয়েছিলো-আন্তজার্তিক স্তরে - তাঁদের অবদান কোনকিছুর বিনিময়ে শোধ করা যায়নি-যাবেও না-আমরা তাঁদের ভুলিনি- ভুলবো না / (নন্দা মুখার্জী )....
*পড়ন্ত বেলায় *(নন্দা মুখার্জী ). অনেক বছর আগে- প্রায় তিন যুগ হবে -- দেখেছিলাম তোমায়- এসেছিলে আমাদের বাড়ি - মা,বাবার সাথে - তখন সদ্য কিশোরী আমি - তুমিও কিশোর- লতায়-পাতায় সম্পর্ক রক্তের - গল্প- গুজব, খাওয়া-বেড়ানো - সবই হত একসাথে - . . রক্তের সম্পর্কটা - সব সময় মনে রেখে - কখন যেনো -নিজেরই অজান্তে ভালো লেগে গেলো তোমাকে -- হয়তোবা- ভালোইবেসে ফেলেছিলাম তোমায় - বলিনি কোনদিন - আমার এই দুর্বলতার কথা তোমায় - . "পাছে লোকে কিছু বলে"- ভেবে - মাঝে মধ্যে, তারপর তুমি- এসেছ অনেকবার - হাসি,গল্প ,ঝগড়া ,আড়ি- চলেছে বরাবর - কোনদিন মনের কথা- প্রকাশ করতে পারিনি তোমাকে . জানতে পারিনি- কি ছিলো তোমার মনে নিয়ে আমাকে . ভরা সংসার এখন আমার- তবুও একটা শূন্যতা - করনি তুমি বিয়ে কেনো- জানতে চাইনি কোনদিন - আজ এই বিকালের - শেষ প্রান্তে এসে - ভাবি যখন - একা একা বসে - তবে কি তোমারও মনে ছিলো কিছু- নিয়ে আমাকে --- (নন্দা মুখার্জী ) 13.6.15
*সমাধান* ( নন্দা মুখার্জী ) 27.2.16 হিংসা,বিদ্বেষ - করো পরিহার - বাঁচার মতো বাঁচি সবাই - মানব জীবন ,ক'দিনই বা আছি - চলো সকলে মিলে - একে অপরের হাত ধরে বাঁচি - ভুল বোঝাবুঝি ক্ষনিকের তরে - যাও -আজ সকলে সব কিছু ভুলে - ক্ষমা চাওয়া আর ক্ষমা করা - দুটিই মহৎ কাজ - বন্ধু হয়েই থাকি মোরা সব - পড়ায় পরস্পরের মাথায় তাজ / ( নন্দা মুখার্জী ).
Saturday, March 12, 2016
*চির বিশ্রাম* (নন্দা মুখার্জী ) 11.3.16. লাশ কাটা ঘরে পড়ে আছে সে - চোখ তার বন্ধ - হয়ে গেছে বোবা - এখন দৃষ্টি স্থির মুখে নেই কথা - একদিন সবই ছিলো - যা যা একটা মানুষের জীবনে থাকে - একটু পরেই তার দেহ হবে কাটা-ছেড়া - সামান্য আঘাতেই যে চিত্কার কোরে উঠতো - আজ সে আর কোনো বাধা দেবে না - কোরবে না সে কোনো চিত্কার !! কি অসহনীয় যন্ত্রণা স্হ্য় কোরে - সে আজ এখানে ঠায় নিয়েছে - মৃত্য- সেতো অনিবার্য ,কিন্তু কেউ চায় না - পুরে ছাই হওয়ার আগে , লাশ কাটা ঘরে একটু বিশ্রাম !!!! কিছু নিষ্ঠুর মানুষের লালসার শিকার সে - অনেক স্বপ্ন ,অনেক আশা তার ও জীবনে ছিলো - একটু একটু করে রং তুলি ছাড়া - স্বপ্নগুলিকে রাঙ্গিয়ে তুলছিল সে ও - মাঝ পথে সবকিছু থেমে গেলো - প্রকাশ্য দিবালোকে তাকে তুলে নিয়ে গেলো - সমাজের তথাকথিত ভদ্রলোকের (???) ছেলেরা - তার জীবনের ক্যানভাস ,রং তুলি ভেঙ্গে- ছড়িয়ে ছিটিয়ে - তার ঠায় করে দিলো - শীতল লাশ কাটা ঘরে / ( নন্দা )
*ভেক * ( নন্দা মুখার্জী ) 8.3.16 ^^^^^^^^^^^^^^^^^^^^^. একি ? সকাল থেকে বাজছে মাইক- চলছে নারীর গুনগান !! . তবে কি আজ আটই মার্চ ?? ক্যালেন্ডারের পাতা দেখি- "নারী দিবস"- হচ্ছে পালন - তাবড় নেতারা গলা ফাটিয়ে - কোরছে নারীর গুনগান - তিনশ পয়ষট্টি দিনের একটি দিন - দেয় নারীকে শ্রেস্টত্বের সম্মান - বাকি দিনগুলি সেই পুরুষই - করে নারীকে অপমান - এ সব আর লাগেনা ভালো - ভেকধারী পুরুষতান্তিক সমাজ !! পুরুষ দিবস হয়না পালন - সারা বছর ই তো তাদের রাজ !! একটা দিন বেছে নিয়ে - সকল নারী জাতিকে কোরছে অপমান - ধিক্কার দিই ! এ সমাজকে !! যার জন্য দেখলি পৃথিবীর আলো , অসুস্থ্য হলেও সেই নারীর সেবায় -চলতে পারিস ভালো- - . পতিপদে করিস সেই নারীকেই- অপমান আর লাঞ্চনা - . নারীর এ অপমান -কিছুতেই নারী জাতী মানবে না / ( নন্দা ) 8.3.16
এক ঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না / প্রকৃত ভালবাসার মধ্যে একটু রাগ ,একটু অভিমান ,একটু সন্ধেহ না থাকলে - ভালোবাসাটা ঠিক ভালোবাসা হয়ে ওঠে না / ভাবুন তো - কাউ কে নিয়ে সন্দেহ কোরে ভালোবাসার মানুষটার সামনে থেকে হেঁটে ; তার সব দায়িত্ব পালন কোরে চলেছি / রাতে পাশাপাশি শুয়ে দুজন দুদিকে কতক্ষণ মুখ ফিরিয়ে থাকা যায় ? প্রকৃত ভালোবাসা থাকলে তখন একজন আর একজনের চোখের জল মুছাতে ব্যস্ত হয়ে পরে / কোনো অনুষ্ঠানে কোনো সুন্দরী মহিলা বা কোনো সু - পুরুষ কে দেখে একটু আড় চোখে দেখলে ; ভালোবাসার মানুষ দুটির পরস্পরের কারও চোখে পড়লে, তা নিয়ে একটু মন্কসাকসী ,একটু ঝগড়া না হলে কি ভালোবাসাটা প্রকৃত অনুভব করা যায় ? তাই ভালোবাসার মধ্যে একটু আধটু সন্ধেহ থাকা ভালো তাতে ভালোবাসার গাড়ত্ব আসে /
valo basai sondheho thaka aktu valo..
</এক ঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না / প্রকৃত ভালবাসার মধ্যে একটু রাগ ,একটু অভিমান ,একটু সন্ধেহ না থাকলে - ভালোবাসাটা ঠিক ভালোবাসা হয়ে ওঠে না / ভাবুন তো - কাউ কে নিয়ে সন্দেহ কোরে ভালোবাসার মানুষটার সামনে থেকে হেঁটে ; তার সব দায়িত্ব পালন কোরে চলেছি / রাতে পাশাপাশি শুয়ে দুজন দুদিকে কতক্ষণ মুখ ফিরিয়ে থাকা যায় ? প্রকৃত ভালোবাসা থাকলে তখন একজন আর একজনের চোখের জল মুছাতে ব্যস্ত হয়ে পরে / কোনো অনুষ্ঠানে কোনো সুন্দরী মহিলা বা কোনো সু - পুরুষ কে দেখে একটু আড় চোখে দেখলে ; ভালোবাসার মানুষ দুটির পরস্পরের কারও চোখে পড়লে, তা নিয়ে একটু মন্কসাকসী ,একটু ঝগড়া না হলে কি ভালোবাসাটা প্রকৃত অনুভব করা যায় ? তাই ভালোবাসার মধ্যে একটু আধটু সন্ধেহ থাকা ভালো তাতে ভালোবাসার গাড়ত্ব আসে /
Wednesday, March 9, 2016
*ভেক * ( নন্দা মুখার্জী ) 8.3.16 ^^^^^^^^^^^^^^^^^^^^^. একি ? সকাল থেকে বাজছে মাইক- চলছে নারীর গুনগান !! . তবে কি আজ আটই মার্চ ?? ক্যালেন্ডারের পাতা দেখি- "নারী দিবস"- হচ্ছে পালন - তাবড় নেতারা গলা ফাটিয়ে - কোরছে নারীর গুনগান - তিনশ পয়ষট্টি দিনের একটি দিন - দেয় নারীকে শ্রেস্টত্বের সম্মান - বাকি দিনগুলি সেই পুরুষই - করে নারীকে অপমান - এ সব আর লাগেনা ভালো - ভেকধারী পুরুষতান্তিক সমাজ !! পুরুষ দিবস হয়না পালন - সারা বছর ই তো তাদের রাজ !! একটা দিন বেছে নিয়ে - সকল নারী জাতিকে কোরছে অপমান - ধিক্কার দিই ! এ সমাজকে !! যার জন্য দেখলি পৃথিবীর আলো , অসুস্থ্য হলেও সেই নারীর সেবায় -চলতে পারিস ভালো- - . পতিপদে করিস সেই নারীকেই- অপমান আর লাঞ্চনা - . নারীর এ অপমান -কিছুতেই নারী জাতী মানবে না / ( নন্দা ) 8.3.16
Subscribe to:
Posts (Atom)