ভাবিনি কখনো তোমায় নিয়ে
জানিনা তুমি ছিলে কিনা বুকের মাঝারে
নূতন করে পরিচয় হয়ে
বারবার কেন এক মায়াবী বলে
দূর থেকেই টানছো আমারে।
অতীতের স্মৃতি অতীতেই মুচেছে
ভাবিনি কখনো তোমার কথা
অসীম এক জাদুবলে ভাবছি
অতীতে দেখা তোমার সেই সরলতা।
পৃথিবী যে গোলাকার প্রমাণ পেয়েছি বহুবার
আমার জীবনের কোন গল্পেই
ছিলেনা তুমি কখনোই নায়ক হয়ে
খুশি হয়েছি জীবনে আমি অল্পেই।
এ জনমে যদিও শুনতে পেলাম না
কেউ কারো নিশ্বাসের শব্দ
পড়ন্ত বিকালে আবার হল পরিচয়
এতেই যে আমি সন্তুষ্ট।
প্রেম, বয়স-সম্পর্ক মানে না
এত সবাই জানে
এগোতে চাইলেই সংসার কিন্তু
পিছন থেকেই টানে!
পাশে থাকা মানে একই খাটে নয়
সমব্যথী হয়ে থাকা,
নাইবা থাকলো হাতে হাত অপরের
ভালোবাসাতেই হৃদয় থাক ঢাকা।
নূতন করে এ জীবনে কিছুই চাওয়ার নেই
তবুও তোমায় বলি চুপিচুপি
বন্ধু হয়েই থেকো পাশে
জীবনের নায়ক নাইবা হলে তুমি।
No comments:
Post a Comment