খাওয়াদাওয়া শেষে সারাটাদিন কত কত যে মন্দির দেখলাম তার কোন হিসাব নেই।হেঁটে হেঁটে পায়ের তলায় আলু 😜হাঁটুতে ব্যথা,খুঁড়িয়ে হাঁটা ---- কিন্তু হাঁটার বিরাম নেই।জীবনে আমি এত কোনদিন হাঁটিনি।সেই ছেলেবেলা
থেকেই দুর্গা পুজোর সময়ও এই হাঁটার ভয়েই আমি ঠাকুর দেখতে বেরোইনা।তারপর সন্ধ্যার দিকে বেরোলাম ঠাকুরের আরতী দেখতে।এই সময়েও শয়ে শয়ে লোকের লাইন।কিন্তু কোনরকম চিৎকার চেঁচামেচি নেই।সর্বত্রই একটা নীরবতা এবং পবিত্রতা বিরাজমান।মূর্তি দেখলে মনপ্রাণ জুড়িয়ে যায়।
বাসস্থানে ফিরে আবার মন্দির প্রাঙ্গণে একবারেই খেয়েদেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া।
ক্রমশঃ
No comments:
Post a Comment