Monday, December 6, 2021

অব্যক্ত মনের কথা

 মুর্শিদাবাদ।তাই এখানে একটা জমি কিনে বাগান বাড়ি তৈরি করি।আমেরিকা থেকে যখন ফিরি তখন আর কলকাতা যাই না ,সরাসরি মুর্শিদাবাদ আমার বাগান বাড়িতেই উঠি।এই আশায় যদি কোনদিন তোমার সাথে দেখা হয়।আসলে শিখা তো আমার একমাত্র বোন।ও এখন পুরোপুরি সংসারী।দুই সন্তানের মা।মা,বাবা নেই।তাই কলকাতা গিয়ে থাকার ইচ্ছা আর নেই। তবে ইন্ডিয়ায় আসলে যাওয়ার আগে একবার দেখা করে যাই শিখার সাথে।
 বৈশাখী সেদিন নিলয়ের মনের খবর জানতে বা বুঝতে না পারলেও আজ তার এই হেঁয়ালি কথাবার্তায় বুঝতে পারে সে আসলে কি বলতে চেয়েছিল তাকে।
--- এখান থেকে বেশি দূরে নয় আমার বাড়ি।তুমি যাবে আমার বাড়ি?
 নিলয় হেসে দিয়ে বলে,
--- তবুও জোর দিয়ে বলতে পারছো না আমার বাড়ি চলো।আসলে তুমি কোনদিনও আমার মনের কথাটাই বোঝার চেষ্টা করোনি।তোমার হাজব্যান্ড কিছু বলবে না?
--- তুমি আমায় দেখে বুঝতে পারছো না সে নেই!
 নিলয় অবাক হয়ে বৈশাখীর মুখের দিকে তাকায়।
--- তারমানে তুমি একা থাকো?
--- আমার ছেলে ডাক্তারী পড়ছে।সরকারিভাবে সুযোগ পেয়ে গেলো তাই পড়াতে পারছি।এখানে কোথায় তোমার বাগানবাড়ি?
 নিলয় একটা কার্ড বের করে তার হাতে দেয়।
---রিটায়ার করার পর ওখান থেকে চলে আসবো।
--- আর তোমার বউ,বাচ্চা?
অবিবাহিত নিলয় এ কথার কোন উত্তর না দিয়েই বলে,
--- শেষ যেদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল সেদিন একটা কথা বলতে চেয়েছিলাম শুনবে আজ সেই কথাটা?
--- সেদিন বুঝতে না পারলেও আজ বুঝতে পারছি তুমি কি বলতে চেয়েছিলে।কি লাভ আর সেই কথা শুনে।কবিগুরুর ভাষায় তবে বলি
"রাতের সব তারাই আছে 
দিনের আলোর গভীরে।

No comments:

Post a Comment