আমার মিনতি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি চাতক হয়ে মেঘের কাছে ,
চাই একটু জল -
আমি চাঁদের কাছে আপন হয়ে ,
হাসবো অনর্গল !
আমি মেঘের কাছে দু'হাত জুড়ে ,
একটু রোদ চাই -
হৃদয় মাঝের জমানো ক্ষত ,
রোদেই শুকাই !
কালবৈশাখী ঝড়ের কাছে -
মিনতি করে বলি ,
ফিরিয়ে দে স্বপ্নগুলো ,
নুতন ভাবে চলি !
নন্দা 16-11-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি চাতক হয়ে মেঘের কাছে ,
চাই একটু জল -
আমি চাঁদের কাছে আপন হয়ে ,
হাসবো অনর্গল !
আমি মেঘের কাছে দু'হাত জুড়ে ,
একটু রোদ চাই -
হৃদয় মাঝের জমানো ক্ষত ,
রোদেই শুকাই !
কালবৈশাখী ঝড়ের কাছে -
মিনতি করে বলি ,
ফিরিয়ে দে স্বপ্নগুলো ,
নুতন ভাবে চলি !
নন্দা 16-11-17
No comments:
Post a Comment