অর্থহীন জীবন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবন সীমানার খুব কাছে ,
তবুও মায়া কাটাতে পারিনা ,
ব্যথার চাদর গায়ে জড়ানো ,
যেতে চাই তার কাছে !
ছোট্ট হাতগুলি আঁচল ধরে টানে -
মায়ায় জড়ানো এই সংসার ,
প্রতিটা কোণায় কোণায় স্মৃতি !
অনুভবে থাকে সাথে সাথে -
ছুঁতে মন চায় অবিরত !
অভিমানে দূরে সরে যায়
বন্ধ চোখের সামনে অনুভব করি !
চোখ খুললেই হারিয়ে যায় !
ভাবনায় মন থাকে উদাসীন -
বেঁচে থাকাটাই অর্থহীন মনেহয় !
@ নন্দা 26-10-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবন সীমানার খুব কাছে ,
তবুও মায়া কাটাতে পারিনা ,
ব্যথার চাদর গায়ে জড়ানো ,
যেতে চাই তার কাছে !
ছোট্ট হাতগুলি আঁচল ধরে টানে -
মায়ায় জড়ানো এই সংসার ,
প্রতিটা কোণায় কোণায় স্মৃতি !
অনুভবে থাকে সাথে সাথে -
ছুঁতে মন চায় অবিরত !
অভিমানে দূরে সরে যায়
বন্ধ চোখের সামনে অনুভব করি !
চোখ খুললেই হারিয়ে যায় !
ভাবনায় মন থাকে উদাসীন -
বেঁচে থাকাটাই অর্থহীন মনেহয় !
@ নন্দা 26-10-17
No comments:
Post a Comment