Wednesday, November 22, 2017

অশ্রু দিয়ে লেখা
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

অতীতের কিছু কিছু কথা ,
হয়ে যায় কখনো কবিতা ,
বেদনার অশ্রু ঝরে পরে ,
রূপ নেয় ভাষাক্ষরে ,
কলমের কালি দিয়ে নয় ,
এ লেখা অশ্রু দিয়ে হয় ।
বারবার ফিরি অতীতে আমি ,
নুড়ি , পাথর কুড়িয়ে আনি ,
ছিলে অতীতে সঙ্গে আমার !
বর্তমানে খুলে রাখি দ্বার !

@নন্দা   22-11-17 

No comments:

Post a Comment