পরিবর্তন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চারিপাশের বাতাস আজ দুষিত ,
নিশ্বাসে বিষ ঢোকে শরীরে -
ধর্ষিতার আত্মচিৎকার , পঁচাগলা লাশের গন্ধ -
ছোপ ছোপ রক্তের দাগ ,
মাটিতে পা দেওয়ায় দায় !
মর্গে মৃত শরীর রাখার জায়গা নেই ,
সেখানেও চলছে রাজার নীতি !
চলছে কন্যাভ্রূণ হত্যা !
বাকী জম্মের পরে অত্যাচারিতা হয়ে মৃত্যুবরণ !
সুন্দর পৃথিবীর মানুষগুলো যেন -
মানুষরুপী কিছু নরপশু !
স্বার্থের তাগিদে সবাই অন্ধ !
জীবনের মূল্য যে সব থেকে বেশী !
@ নন্দা 17-11-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চারিপাশের বাতাস আজ দুষিত ,
নিশ্বাসে বিষ ঢোকে শরীরে -
ধর্ষিতার আত্মচিৎকার , পঁচাগলা লাশের গন্ধ -
ছোপ ছোপ রক্তের দাগ ,
মাটিতে পা দেওয়ায় দায় !
মর্গে মৃত শরীর রাখার জায়গা নেই ,
সেখানেও চলছে রাজার নীতি !
চলছে কন্যাভ্রূণ হত্যা !
বাকী জম্মের পরে অত্যাচারিতা হয়ে মৃত্যুবরণ !
সুন্দর পৃথিবীর মানুষগুলো যেন -
মানুষরুপী কিছু নরপশু !
স্বার্থের তাগিদে সবাই অন্ধ !
জীবনের মূল্য যে সব থেকে বেশী !
@ নন্দা 17-11-17
No comments:
Post a Comment