তবু মনে রেখো
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনের দীপ নিবু নিবু প্রায় ,
পৌঁছে গেছি বুঝি তীরে ,
হিসাবের খাতা ভুলে ভরা শুধু ,
মিলাতে পারিনি আমি যে তারে !
হয়তো জীবনে চেয়েছি যা -
পাইনি তারই কিছু ;
যা পেয়েছি- চাওয়া থেকে বেশি ,
ফিরে গেছি তবু বারে বার পিছু |
অভিনয় তাই সাঙ্গ হল প্রায় ,
চলে যেতে শুধু চাই -
আমি চলে গেলে হিসাবের খাতা ,
আমারই সাথে পুঁড়ে হবে ছাঁই ।
আমার অপরাধ ভুলে যেও সব ,
কিছু মনে রেখো না ,
যদি কিছু করে থাকি তোমাদের জন্য ,
আমার নামটি কিন্তু ভুলো না |
নন্দা 2.12.17 6-30 PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনের দীপ নিবু নিবু প্রায় ,
পৌঁছে গেছি বুঝি তীরে ,
হিসাবের খাতা ভুলে ভরা শুধু ,
মিলাতে পারিনি আমি যে তারে !
হয়তো জীবনে চেয়েছি যা -
পাইনি তারই কিছু ;
যা পেয়েছি- চাওয়া থেকে বেশি ,
ফিরে গেছি তবু বারে বার পিছু |
অভিনয় তাই সাঙ্গ হল প্রায় ,
চলে যেতে শুধু চাই -
আমি চলে গেলে হিসাবের খাতা ,
আমারই সাথে পুঁড়ে হবে ছাঁই ।
আমার অপরাধ ভুলে যেও সব ,
কিছু মনে রেখো না ,
যদি কিছু করে থাকি তোমাদের জন্য ,
আমার নামটি কিন্তু ভুলো না |
নন্দা 2.12.17 6-30 PM.
No comments:
Post a Comment