Thursday, November 30, 2017

নুতন সকালের অপেক্ষায়
        নন্দা মুখার্জী রায় চৌধুরী

একটা সুন্দর সকালের অপেক্ষায় বসে,
যে সকাল বলবে, আমরা সবাই মানুষ;
থাকবেনা কোন জাতিভেদ ;
এনে দেবে প্রত্যেক ক্ষুদার্তের জন্য অন্ন ;
অসুস্থ্য মানুষের চিকিৎসার সুব্যবস্থা, 
ঘরে ঘরে বেকারের মুখে ফুটবে হাসি,
যে যার যোগ্যতা অনুসারে পাবে চাকরী,
যেখানে থাকবেনা কোন কোটাসংরক্ষণ! 
ভয়ার্ত অন্ধকার, জীবন থেকে চলে যেয়ে,
নূতন সূর্যের মত সব হাসবে;
চারিদিকে বিরাজ করবে সাম্যবাদ আর শান্তি,
পারবে কি এমন একটা সকাল দিতে ?

@ নন্দা

No comments:

Post a Comment