জারজ সন্তান কেনো বলে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোর ভালোবাসার অর্থ আমি খুঁজে পেলাম না,
কিণ্তু শরীরের প্রতিটা ভাঁজে স্মৃতিচিন্হ একে দিয়েছিস !
তোর ক্ষুদা মেটাতে আমার শরীরটাকে নিয়ে খেলেছিস !
কয়েক মাস পরে আমি হবো কুমারী মা !
আমার গর্ভে তিলতিল করে বড় হচ্ছে তোর সন্তান ,
তোর স্বীকারোক্তি নেই বলে-
সমাজের চোখে কেনো সে জারজ হবে বলতে পারিস ?
আমি তো জানি কে তার পিতা ,
সমাজ কি তাকে খেতে পড়তে দেবে ?
কিণ্তু কথা শুনাতে সমাজ ছাড়বেনা !
সমাজের কাছে যথেষ্ট নয় কি ও আমার ভালোবাসার ফসল !
পুরুষটির স্বীকারোক্তিই সব ?
নারীর কষ্ট ,নারীর ভালোবাসার কোনই মূল্য নেই সমাজের কাছে ?
একজন পুরুষ ব্যতীত একজন নারী মা হতে পারেনা ,
পুরুষটি যদি হয় ধোয়া তুলসীপাতা -
নারী কেনো তবে নষ্টামেয়ে ?
সমাজ কেনো ভাবেনা কে তাকে নষ্ট করলো ?
আর ওই সন্তান ?
শুধু পুরুষটি স্বীকার করলোনা বলেই সে জারজ !
মানিনা আমি এই সমাজ কে -
যে সমাজ শুধু নারীর দোষ দেখে পুরুষের নয় !
@নন্দা 31-10-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোর ভালোবাসার অর্থ আমি খুঁজে পেলাম না,
কিণ্তু শরীরের প্রতিটা ভাঁজে স্মৃতিচিন্হ একে দিয়েছিস !
তোর ক্ষুদা মেটাতে আমার শরীরটাকে নিয়ে খেলেছিস !
কয়েক মাস পরে আমি হবো কুমারী মা !
আমার গর্ভে তিলতিল করে বড় হচ্ছে তোর সন্তান ,
তোর স্বীকারোক্তি নেই বলে-
সমাজের চোখে কেনো সে জারজ হবে বলতে পারিস ?
আমি তো জানি কে তার পিতা ,
সমাজ কি তাকে খেতে পড়তে দেবে ?
কিণ্তু কথা শুনাতে সমাজ ছাড়বেনা !
সমাজের কাছে যথেষ্ট নয় কি ও আমার ভালোবাসার ফসল !
পুরুষটির স্বীকারোক্তিই সব ?
নারীর কষ্ট ,নারীর ভালোবাসার কোনই মূল্য নেই সমাজের কাছে ?
একজন পুরুষ ব্যতীত একজন নারী মা হতে পারেনা ,
পুরুষটি যদি হয় ধোয়া তুলসীপাতা -
নারী কেনো তবে নষ্টামেয়ে ?
সমাজ কেনো ভাবেনা কে তাকে নষ্ট করলো ?
আর ওই সন্তান ?
শুধু পুরুষটি স্বীকার করলোনা বলেই সে জারজ !
মানিনা আমি এই সমাজ কে -
যে সমাজ শুধু নারীর দোষ দেখে পুরুষের নয় !
@নন্দা 31-10-17
No comments:
Post a Comment