ভিন্নতা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
পথেঘাটে, অলিগলিতে শয়েশয়ে লোক চলে ,
কেউ কারও মনের খবর রাখেনা ,
রোগশোকে, দুঃখে কাতর -
কারও খুশির মাত্রা ছাড়িয়ে যায় সীমানা ,
রাতের আঁধারে শুধু টাকার ফোয়ারা !
অভাবের তাড়নায় নারী তার সুখ বিক্রি করে ,
কেউ ফেরে অট্টালিকায় ,কেউ কুঁড়েঘরে,
কারও ঠিকানা ফুটপাথ বা স্টেশনে -
রাতদিনের খাবারে কারও টেবিল ভর্তি ,
কেউ খায় শুকনো রুটি ,
কারওবা তাও জোঠেনা !
দিনরাত ক্ষিদের যন্ত্রনা, জলই একমাএ সম্বল ,
সৃষ্টির একই রূপ !
সৃষ্টিতে নেই ভেদাভেদ !
শুধু জম্মের পরেই ধনি দরিদ্রতার ভিন্ন রূপ !
এই ভিন্নতাকেই মানুষ দেয় কপালের দোহাই !
নাকি পূর্ব জম্মের ফল !!
পূর্বজম্ম বলে সত্যিই কি কিছু আছে ?
***নন্দা*** 6-11-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
পথেঘাটে, অলিগলিতে শয়েশয়ে লোক চলে ,
কেউ কারও মনের খবর রাখেনা ,
রোগশোকে, দুঃখে কাতর -
কারও খুশির মাত্রা ছাড়িয়ে যায় সীমানা ,
রাতের আঁধারে শুধু টাকার ফোয়ারা !
অভাবের তাড়নায় নারী তার সুখ বিক্রি করে ,
কেউ ফেরে অট্টালিকায় ,কেউ কুঁড়েঘরে,
কারও ঠিকানা ফুটপাথ বা স্টেশনে -
রাতদিনের খাবারে কারও টেবিল ভর্তি ,
কেউ খায় শুকনো রুটি ,
কারওবা তাও জোঠেনা !
দিনরাত ক্ষিদের যন্ত্রনা, জলই একমাএ সম্বল ,
সৃষ্টির একই রূপ !
সৃষ্টিতে নেই ভেদাভেদ !
শুধু জম্মের পরেই ধনি দরিদ্রতার ভিন্ন রূপ !
এই ভিন্নতাকেই মানুষ দেয় কপালের দোহাই !
নাকি পূর্ব জম্মের ফল !!
পূর্বজম্ম বলে সত্যিই কি কিছু আছে ?
***নন্দা*** 6-11-17
No comments:
Post a Comment