Sunday, November 12, 2017

সকালবেলা সূর্য্য উঠে ,
বলছে আমায় হেসে ,
আমার মতই জেগে ওঠ ,
জীবন কাটা হাওয়ায় ভেসে  ।
সকালবেলা মধুর থাকি ,
দুপুরবেলা রাগী -
সন্ধ্যা হলে নেতিয়ে পড়ি ,
পশ্চিমেতে ভাগি !
                             শুভ সকাল বন্ধুরা 

No comments:

Post a Comment