Wednesday, November 22, 2017

একটু ভেবো
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

আমি সেই মেয়ে -
ভ্রুণেই হত্যা করতে চেয়েছিলো পরিবার ,
তিনমাসের অন্তসত্ত্বা মা অত্যাচার সইতে না পেরে-
রাতের আঁধারে বাড়ি থেকে বেড়িয়ে পড়েছিলো ,
এক ভ্যানচালক তাকে আশ্রয় দিয়েছিলো
তার বস্তির বেড়ার ঘরেই আমার জম্ম !
মা লোকের বাড়ি কাজ করে আমায় মানুষ করার চেষ্টা করেছেন ।
ভ্যানচালক দাদুও আমার জন্য অনেক করেছেন ,
ঈশ্বর আমার সবকিছু কেড়ে নিলেও -
সাথে জিদটা দিয়েছিলেন একটু বেশী !

আজ আমি ডাক্তার -
আমর অপারেশান টেবিলে যে পুরুষ শায়িত -
মায়ের লুকিয়ে রাখা বাক্সে তার ছবি আমি দেখেছি ,  প্রাণভিক্ষা চাইছে !
আমি নাকি তার কাছে ভগবান !
ঈশ্বর কি অপরাধে তাকে আমার মত একটি মেয়ে দিলেন না !
এটাই তার আক্ষেপ !
ঘরে ঘরে আমার মত কন্যা কেনো থাকেনা -
 তিনি বারবার  ঈশ্বরের কাছে জানতে চান ! !

@ নন্দা

No comments:

Post a Comment