কেন হলো
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তুমি চলে গেছো অনেকদিন ,
তোমার লাগানো শিউলীগাছে ,
আগের মতই ফুল ফোটে ,
যে ফুল সকাল হলেই -
দু 'হাত ভরে তুলে আনতে আমার জন্য ।
তোমার সাধের ছাদের বাগান ,
খাদ্যের অভাবে আজ মৃতপ্রায় !
কোন গাছই আজ আর হাসেনা ;
সবাই তোমার শোকে পাথর ।
ছেলের ফেলে দেওয়া খাতাগুলির -
সাদাপাতা কেউ আর যত্নকরে -
আমার কবিতা লেখার জন্য ছিড়ে রাখেনা -
পাতাগুলি বিবর্ণ হয়ে কেজি দরে বিক্রি হয়ে যায় -
লিখতে লিখতে কলমের কালি শেষ হলে-
আশ্চর্য প্রদীপের মত আর একটা সামনে পাইনা,
টেবিলের উপর সবকিছু ছড়িয়ে থাকে -
সেগুলো গুছানো আর দেখতে পাইনা !
কাজের শেষে ক্লান্ত হয়ে শুয়ে পড়লে ,
শিয়রে এসে কেউ আর বসেনা -
"শরীর খারাপ লাগছে ? ওষুধগুলি খেয়েছো-"
কেউ আর জানতে চায়না -
জীবনের চলার পথটা হঠাৎ করেই থমকে গেলো !
@নন্দা 10th নভেম্বর 17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তুমি চলে গেছো অনেকদিন ,
তোমার লাগানো শিউলীগাছে ,
আগের মতই ফুল ফোটে ,
যে ফুল সকাল হলেই -
দু 'হাত ভরে তুলে আনতে আমার জন্য ।
তোমার সাধের ছাদের বাগান ,
খাদ্যের অভাবে আজ মৃতপ্রায় !
কোন গাছই আজ আর হাসেনা ;
সবাই তোমার শোকে পাথর ।
ছেলের ফেলে দেওয়া খাতাগুলির -
সাদাপাতা কেউ আর যত্নকরে -
আমার কবিতা লেখার জন্য ছিড়ে রাখেনা -
পাতাগুলি বিবর্ণ হয়ে কেজি দরে বিক্রি হয়ে যায় -
লিখতে লিখতে কলমের কালি শেষ হলে-
আশ্চর্য প্রদীপের মত আর একটা সামনে পাইনা,
টেবিলের উপর সবকিছু ছড়িয়ে থাকে -
সেগুলো গুছানো আর দেখতে পাইনা !
কাজের শেষে ক্লান্ত হয়ে শুয়ে পড়লে ,
শিয়রে এসে কেউ আর বসেনা -
"শরীর খারাপ লাগছে ? ওষুধগুলি খেয়েছো-"
কেউ আর জানতে চায়না -
জীবনের চলার পথটা হঠাৎ করেই থমকে গেলো !
@নন্দা 10th নভেম্বর 17
No comments:
Post a Comment