তুমি নেই
নন্দা মুখার্জী রায় চৌধুরী
স্মৃতিগুলি এখনো কাঁদায়,
বিকেল হলেই মন খারাপ,
একা থাকতেই ভালোলাগে,
হৃদয়েই হয় আলাপ!
নিশুতি রাত ঘুমহীন চোখ,
মনেহয় আছো পাশে,
দগদগে ঘা প্রলেপ দিতে -
একটুখানি পরশ !
তাতেই খুশি আমি,
নিদ্রায় এলিয়ে পড়ি,
ঘুমের মাঝেও তুমি,
শুধু বাস্তবে অস্তিত্বহীন!
@ নন্দা মানবী
নন্দা মুখার্জী রায় চৌধুরী
স্মৃতিগুলি এখনো কাঁদায়,
বিকেল হলেই মন খারাপ,
একা থাকতেই ভালোলাগে,
হৃদয়েই হয় আলাপ!
নিশুতি রাত ঘুমহীন চোখ,
মনেহয় আছো পাশে,
দগদগে ঘা প্রলেপ দিতে -
একটুখানি পরশ !
তাতেই খুশি আমি,
নিদ্রায় এলিয়ে পড়ি,
ঘুমের মাঝেও তুমি,
শুধু বাস্তবে অস্তিত্বহীন!
@ নন্দা মানবী
No comments:
Post a Comment