Saturday, January 14, 2017


হারিয়েছে লজ্জা
                নন্দা মুখার্জী রায় চৌধুরী
হায়রে নারী ! তোমার পোশাক ,
      কেন হোলো   ছোট ?
লজ্জা যে নারীর ভূষণ ,
    পোশাকগুলো কেন তবে ,
করলে  এত খাটো ?
বঙ্গনারী ,মাতৃময়ী -
    শাড়িতেই তুমি সুন্দরী ,
জিন্স ,টপে বুঝাতে  চাও কি ?
    তুমি আধুনিকা এক নারী !
আধুনিকা হও মন ও মননে ,
    লজ্জা আনো পোশাকে ও চোখে ,
রাস্তা ,ঘাটে চোখ খোলা রেখে চলো ,
    ছেলেগুলো আজ বড় বখাটে |
ধর্ষণ আজ এখানে ওখানে ,
    পোশাক কি মোটেই দায়ী নয় ?
শালীনতা বজায় রেখে চলো ,
   জানি, এই কথাটাতেই বিতর্ক হয় |
বঙ্গনারী,  সংস্কার মানো -
   ঐতিহ্যকে বজায় রেখে পোশাক পড় ;
জিন্স ,টি শার্ট ছেড়ে এবার -
সালোয়ার কামিজ আর শাড়ি ধরো |
নন্দা    13.1.17    11-30pm.


     

No comments:

Post a Comment