আমার ব্যথা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অশ্রু যখন ঝরে ,
আমার নয়ন হতে ,
সেও তখন শুধু ,
তোমার কথা বলে |
ভালো যত বেসেছিলাম -
আঘাত পেলাম বেশী ,
তবুও আমি এখনো তোমায় ,
একই রকম ভালোবাসি |
হারিয়ে যেতে চেয়েছিলাম ,
তোমার বুকের মাঝে -
বিনিময়ে আমার বুকে ,
তোমার আঘাত বাজে |
নন্দা 18.1.17 12-30AM
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অশ্রু যখন ঝরে ,
আমার নয়ন হতে ,
সেও তখন শুধু ,
তোমার কথা বলে |
ভালো যত বেসেছিলাম -
আঘাত পেলাম বেশী ,
তবুও আমি এখনো তোমায় ,
একই রকম ভালোবাসি |
হারিয়ে যেতে চেয়েছিলাম ,
তোমার বুকের মাঝে -
বিনিময়ে আমার বুকে ,
তোমার আঘাত বাজে |
নন্দা 18.1.17 12-30AM
No comments:
Post a Comment