Tuesday, January 31, 2017

একুশে    ( অনুকবিতা )
                  নন্দা মুখার্জী রায় চৌধুরী
বিশ্বে বাঙ্গালী জাতী যত দিন থাকবে ,
একুশে ফেব্রূয়ারীর রক্তবন্যা ,
 ইতিহাসের পাতায় -
স্বর্ণাক্ষরে লিখিত থাকবে -
জাতিভেদ প্রথায় বাঙ্গালী জাতীর ,
পার্বন পালন আলাদা ,
একুশে ফেব্রূয়ারী সকল দেশের -
বাঙ্গালী হয়ে যায় একটাই জাতী ,
সেখানে নেই কোনো বিরোধ ,
নেই কোনো দ্বন্ধ -
"আমরা বাঙ্গালী ,মাতৃ ভাষা বাংলা" |
নন্দা    9.30 পাম  30.1.17

No comments:

Post a Comment