কেন করলে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
স্বপ্ন যখন ম্লান হোলো ,
স্মৃতি ধূলার তলে ,
হারিয়ে গেছে সকল আশা ,
ভাঙ্গছে বুক প্রতি পলে ,পলে |
আঁধার হলো চলার পথ ,
নেইতো পাশে কেউ ,
ঝিঁঝিঁ পোকাও যায়না দেখা ,
থামবে না আর জীবন ঢেউ !
কিছুটা পথ হাঁটলে যখন ,
আমার হাতটি ধরে -
কার ইশারায় ছাড়লে এ হাত ?
জীবন নদীর মাঝপারে !
চেয়েছিলাম তোমায় আমি ,
বেসেছিলাম ভালো ,
আমায় ছাড়াই তুমি এবার ,
তোমার জীবন গড়।
নন্দা ২১.১.১৭ রাত ১-৩০
নন্দা মুখার্জী রায় চৌধুরী
স্বপ্ন যখন ম্লান হোলো ,
স্মৃতি ধূলার তলে ,
হারিয়ে গেছে সকল আশা ,
ভাঙ্গছে বুক প্রতি পলে ,পলে |
আঁধার হলো চলার পথ ,
নেইতো পাশে কেউ ,
ঝিঁঝিঁ পোকাও যায়না দেখা ,
থামবে না আর জীবন ঢেউ !
কিছুটা পথ হাঁটলে যখন ,
আমার হাতটি ধরে -
কার ইশারায় ছাড়লে এ হাত ?
জীবন নদীর মাঝপারে !
চেয়েছিলাম তোমায় আমি ,
বেসেছিলাম ভালো ,
আমায় ছাড়াই তুমি এবার ,
তোমার জীবন গড়।
নন্দা ২১.১.১৭ রাত ১-৩০
No comments:
Post a Comment