শেষ দেখা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হলোই যদি দেখা আবার ,
আর একটু আয়না কাছে ,
স্বপ্নগুলো যে এখনো বেঁচে ,
আমার বুকের মাঝে |
হঠ্যাৎ করেই কিশোর বয়সে ,
এলো ঝড় ডাইনী ছদ্মবেশে ,
ছিট্কে গেলাম দু'জনেই আমরা ,
বাংলারই দুই দেশে |
এপার ওপার দুই পারে বাস ,
মাঝে কাঁটাতারের বেড়া ,
পারিনা ডিঙ্গতে সেই কাঁটাতার ,
চতুর্দিকে সতর্ক পাহাড়া |
বয়স এখন অনেক আমাদের ,
মনটা রয়েছে সেই কিশোর ,
একবার তোকে দেখি ভালোভাবে ,
জীবন থেকে নিতে হবে যে অবসর !
দিলাম কথা আজ তোকে আমি ,
যদি যাই আগে উপরে ,
থাকবো বসে তোরই আশায় ,
হবেই মিলন-তোর আর আমারই |
নন্দা 3.1.17 1-30AM.
No comments:
Post a Comment