Tuesday, January 10, 2017

কাছের মানুষগুলিকে মাঝে মাঝে বড় অচেনা মনেহয় | আর দূরের মানুষের সাথে ফোনেও বেশী কথা বললে মতের অমিলে ঝামেলায় জড়াতে হয় | যাদের ছোট থেকে দেখে আসছি -হঠাৎ তাদের পরিবর্তন ভীষণ চোখে লাগে ;আবার যাদের ছোট দেখেছি তারা বড় হয়ে সংসার জীবনের জটিলতায় মাঝে মাঝেই তাদের মেজাজ হারিয়ে দুর্ব্যবহার করে ফেলে | এটা যে শুধু অন্যের ক্ষেত্রেই তা কিন্তু নয় ; আমিও এর বাইরে নই | অর্থচাহিদা ,রোগ ,দুঃখ ,যন্ত্রনায় - সবাই যেন এক একটা মেশিন | সর্বদা স্রোতের প্রতিকূলেই সবাইকে যেন সাঁতার কাঁটতে হচ্ছে |ফলে সুস্থ্য ,সুন্দর সম্পর্কের মাঝে তৈরী হচ্ছে একটা বিশাল ফাঁটল | আর তারই ফাঁক দিয়ে উঁকি মারছে অবিশ্বাস ,অশ্রদ্ধা আর ঘৃণা | ভালোবাসা ,বিশ্বাস আর সুন্দর অনুভূতিগুলি হারিয়ে যাচ্ছে |
                            নন্দা 10.1.17  9-40 PM.

No comments:

Post a Comment