Monday, January 16, 2017


ভালোবাসা হলো - গাছে ফুঁটে থাকা একটা সুন্দর ফুল | তাকে দূর থেকে দেখতেই সুন্দর লাগে | ফুলটিকে ছিঁড়ে হাতে নিলে  কিছুক্ষনের মধ্যে প্রথমে সে নুইয়ে পড়ে তারপর একটা একটা করে পাপড়ি ঝরে যায় | কোনো একসময় ঝরে যাওয়া পাপড়িগুলিও শুকিয়ে যায় |
উল্টোদিক থেকে চিন্তা করলে মানুষের জীবনে ভালোবাসাটাও তাই | ভালোবাসা পূর্ণতা পেলে পরিণতি বিয়ে | কিন্তু এই বৈবাহিক জীবনে কখনো কখনো এমন একটা সময় আসে যখন অধিকাংশ ক্ষেত্রেই  দেখা যায়  দুজনের মধ্যে নানান কারণে মতের অমিল - যেটা হয়তো বিয়ের আগে ছিলোনা | কিছু কিছু ক্ষেত্রে অবিশ্বাসের কালো ছায়াও পরে | তখন ফুলের একটা একটা করে ঝরে যাওয়া পাপড়ির মতোই ভালোবাসাটাও একটু একটু করে হারিয়ে যায় |
ফুলটাকে গাছ থেকে তুলে এনে কিছুটা জলের মধ্যে রেখে আপ্রাণ চেষ্টা করা হয় তাকে কিছুদিন তাজা রাখতে | ভালোবাসতেও যখন চিড় ধরে তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় ; দুজনের কেউ না কেউ (কখনো বা দুজনেই ) ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে কিছুটা হলেও সচেষ্ট হন | অনেকক্ষেত্রে সংসারটা এতে টিকে যায় আবার কিছু ক্ষেত্রে ফুলের পাপড়ির মতই শুকিয়ে ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে যায় ,ছিঁড়ে  যায় ভালোবাসার সুতোয় বোনা  সংসারের সব স্বপ্ন , অচেনা হয়ে পরে দুটো চিরপরিচিত মানুষ পস্পরের কাছে |
জীবন থেকে ভালোবাসা হারিয়ে গেলে স্বপ্ন ভঙ্গের বেদনায় আমরা ভেঙ্গে পড়ি ,কিছু মানুষ তার সুন্দর জীবনটাকে অসুন্দর করে তোলে | আবার কিছু মানুষ এতটাই ভেঙ্গে পরে যে নিজেকেই এই সুন্দর পৃথিবী থেকে সরিয়ে দেয় | কিন্তু কেন ?? যে সংসারটা ভেঙ্গে গেলো সেই ভালোবাসার পরিণতি যদি বিয়ে অবধি না গড়াতো ; তাহলে কিন্তু এই ভালোবাসা আমৃত্যু   মনের গভীরে জায়গা করে নিতো | যা থাকতো সকলের অগোচরে - অদৃশ্য | আর এখানে যে কথাটা না বললেই নয় - সব সময় ভোগেই সুখ নয় ,ত্যাগেও সুখ আছে ------|
নন্দা  11.1.17

No comments:

Post a Comment