জীবনের রেললাইন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনের রেললাইন ধরে -
অনেকটা পথ একা একাই হেঁটেছি ,
কখনো হোঁচট খেয়েছি ,
কখনো বা থমকে গেছি !
হেঁটে চলেছি এক সুদূর গন্তব্যে ,
জানিনা আমি কোনো ঠিকানা ,
কিছু মানুষের সাথে পরিচয় ,
একসাথেই হাঁটা ,ভালোবাসা ,
সুখ ,দুঃখগুলি ভাগ করে নেওয়া ,
হঠাৎ করেই কেউ পৌঁছে গেছে গন্তব্যে !
আঘাত পেয়েছি ,ভালোবাসা পেয়েছি ,
কিন্তু হাঁটছি যেন একা একাই |
কবে থামবে এ হাঁটা আমি জানিনা ,
শুধু এটুকুই জানি -
যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না -
জীবনের রেললাইনটাও সেখানেই শেষ হবে |
নন্দা 27.1.17 12-5AM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনের রেললাইন ধরে -
অনেকটা পথ একা একাই হেঁটেছি ,
কখনো হোঁচট খেয়েছি ,
কখনো বা থমকে গেছি !
হেঁটে চলেছি এক সুদূর গন্তব্যে ,
জানিনা আমি কোনো ঠিকানা ,
কিছু মানুষের সাথে পরিচয় ,
একসাথেই হাঁটা ,ভালোবাসা ,
সুখ ,দুঃখগুলি ভাগ করে নেওয়া ,
হঠাৎ করেই কেউ পৌঁছে গেছে গন্তব্যে !
আঘাত পেয়েছি ,ভালোবাসা পেয়েছি ,
কিন্তু হাঁটছি যেন একা একাই |
কবে থামবে এ হাঁটা আমি জানিনা ,
শুধু এটুকুই জানি -
যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না -
জীবনের রেললাইনটাও সেখানেই শেষ হবে |
নন্দা 27.1.17 12-5AM.
No comments:
Post a Comment