Thursday, January 19, 2017


হায়রে সমাজ
              নন্দা মুখার্জী রায় চৌধুরী
শীতের নিঝুম রাত ,
শিশিরের চাদর জড়ানো রাস্তা ,
লাইটপোস্টের নীচে প্লাস্টিক ঝুলিয়ে ,
শয়ে শয়ে মানুষের বাস |
কেউ আধপেটা কেউবা না খেয়ে ,
শীতে জবুথবু হয়ে শুয়ে |
এদেরই কারও যুবতী মেয়ে -
চোখে কাজল এঁকে ,ঠোঁট রাঙ্গিয়ে ,
মোড়ের মাথায় দাঁড়িয়ে -
কারও আসার অপেক্ষায় |
দামি গাড়ি চড়ে -
মখমলের বিছানায় রাত্রি যাপন !
দিনের আলোতে আবার সেই -
প্লাস্টিক ঝুলানো ফুটপথে |
সারারাত অন্যের কাছে নিজেকে বিক্রি !
পরিবারের সবাইকে বাঁচিয়ে রাখতে হবে যে !
সমাজের চোখে মেয়েটি বেশ্যা ,
আর ওই মানুষটি ?
যে তাকে নিয়ে সারারাত ফুর্তি করেছে ,
সমাজের কাছে  সে তথাকথিত ভদ্রলোক !(?)
নন্দা   16.1,17  1 AM.

No comments:

Post a Comment