একুশে (অনুকবিতা )
নন্দা মুখার্জী রায় চৌধুরী
একুশ এলে -
কানে ভেসে আসে ,
মায়ের বুকফাঁটা আত্মনাদ ,
একুশ এলে -
স্মৃতির অলিন্দে ,
বাজে সুর আনন্দে ,
একুশ এলে -
মনেপরে যায় ,
রাজপথে রক্তের প্লাবন ,
একুশ এলে -
অহংকার আর গর্বে ,
ভরে থাকে শুধু মন |
নন্দা 30.1.17 8-30PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
একুশ এলে -
কানে ভেসে আসে ,
মায়ের বুকফাঁটা আত্মনাদ ,
একুশ এলে -
স্মৃতির অলিন্দে ,
বাজে সুর আনন্দে ,
একুশ এলে -
মনেপরে যায় ,
রাজপথে রক্তের প্লাবন ,
একুশ এলে -
অহংকার আর গর্বে ,
ভরে থাকে শুধু মন |
নন্দা 30.1.17 8-30PM.
No comments:
Post a Comment