Thursday, September 29, 2016

"বিষাক্ত বাতাস"  ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
||||||||||||||||||||||||||||||||
বাতাসে পাই শুধু বারুদের গন্ধ ,
রোদ,বৃষ্টি,ঝড়ে অসহায় ফুটপথে শুয়ে ,
নিঃশ্বাসে বিষ ঢোকে -
ঘুমের মাঝেই মৃত্যুকে আহ্বান করে |
জীবনটা গোলমেলে বুঝে গেছে সকলে -
চারিদিকে আছে শুধু হাহাকার ;
পৃথিবীতে কেউ কারও নয় ,
অসহায়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলে সমাজ |
খবরের কাগজে ভর্তি খবর ,
কেউ নেয় না কারও খোঁজ -
টাকার প্রয়োজনে খবর হয় বিক্রি ;
পড়ে থাকে অসহায় সেই তিমিরেই |
মানুষের জীবনে নেই কোনো মূল্য ,
টাকাটাই যেন আজ সব ;
টাকার পিছনে ছুটছে সবাই -
অসহায় মানুষকে ভাবে পশুতুল্য |
...........
নন্দা  29.9.16  2AM.

No comments:

Post a Comment