"আমার কলকাতা" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
+++++++++++++++++++++++
রাতের মহানগরী আলোকোজ্বল কলকাতা -
কংক্রিটের রাস্তায় লুকানো অনেক ব্যথা -
ফুটপথেতে সংসার পেতেছে ,অনেক পরিবার -
অসহায়ের পানে তাকিয়েও দেখে না কেউ একবার |
রোদ ,বৃষ্টি ,ঝড়ের মাঝেও -
সারা দিনরাত রাস্তায় ;
পথ চলতি মানুষের বিপদ - আপদে
তারাই এগোয় প্রথম অবস্থায় |
কেউবা ঠোঁটে লাল রং মেখে -
দাঁড়িয়ে পথের বাঁকে -
ভদ্রবেশী ,মুখোশধারী নামী পুরুষের ,
ছবি মনে মনে আঁকে |
হয়তো ছোট ভাইবোন আছে ;
আছে অসুস্থ্য বাবা মা ,
বাঁচার তাগিদে চাই যে টাকা ,
শরীর বিক্রির টাকার তরে-
বুকের স্বপ্নগুলো হয়ে গেছে ফাঁকা |
এরা কিন্তু সমাজের চোখে -
অতি খারাপ নারী -
পরিবার বাঁচাতে করছে বিক্রি -
নারী জীবনের দামি সম্পদখানি |
আসছে যারা গাড়ি চড়ে -
টাকার বিনিময়ে কিনছে নারীর শরীর -
দিনের আলোতে তারাই নামী লোক ,
আছে যে তাদের অনেক বড় বাড়ি |
মহানগরী রাতের কলকাতা -
থাকে আলোকোজ্বল ,
কেউ খোঁজ রাখে না -
রাতের আঁধারে শত অসহায়ের-
পড়ে কত চোখের জল |
"""""""""""""""""""""""""""
নন্দা মুখার্জী রায় চৌধুরী 31.8.16
+++++++++++++++++++++++
রাতের মহানগরী আলোকোজ্বল কলকাতা -
কংক্রিটের রাস্তায় লুকানো অনেক ব্যথা -
ফুটপথেতে সংসার পেতেছে ,অনেক পরিবার -
অসহায়ের পানে তাকিয়েও দেখে না কেউ একবার |
রোদ ,বৃষ্টি ,ঝড়ের মাঝেও -
সারা দিনরাত রাস্তায় ;
পথ চলতি মানুষের বিপদ - আপদে
তারাই এগোয় প্রথম অবস্থায় |
কেউবা ঠোঁটে লাল রং মেখে -
দাঁড়িয়ে পথের বাঁকে -
ভদ্রবেশী ,মুখোশধারী নামী পুরুষের ,
ছবি মনে মনে আঁকে |
হয়তো ছোট ভাইবোন আছে ;
আছে অসুস্থ্য বাবা মা ,
বাঁচার তাগিদে চাই যে টাকা ,
শরীর বিক্রির টাকার তরে-
বুকের স্বপ্নগুলো হয়ে গেছে ফাঁকা |
এরা কিন্তু সমাজের চোখে -
অতি খারাপ নারী -
পরিবার বাঁচাতে করছে বিক্রি -
নারী জীবনের দামি সম্পদখানি |
আসছে যারা গাড়ি চড়ে -
টাকার বিনিময়ে কিনছে নারীর শরীর -
দিনের আলোতে তারাই নামী লোক ,
আছে যে তাদের অনেক বড় বাড়ি |
মহানগরী রাতের কলকাতা -
থাকে আলোকোজ্বল ,
কেউ খোঁজ রাখে না -
রাতের আঁধারে শত অসহায়ের-
পড়ে কত চোখের জল |
"""""""""""""""""""""""""""
নন্দা মুখার্জী রায় চৌধুরী 31.8.16
No comments:
Post a Comment