Saturday, September 17, 2016

"আগমনী বার্তা"
++++++++++
শরৎ তুমি এসেছো দ্বারে -
মা আসবেন বাপের ঘরে -
আকাশ সেজেছে নীল- সাদায় -
কাশবন যেনো চামর দোলায় |
সকালবেলা ঘাসের আগায় -
শিশির বিন্দু মন যে মাতায় -
শিউলি যেন উঠছে হেসে -
প্রকৃতি সেজেছে রানীর বেশে -
প্রবাসী সব ফিরছে ঘরে -
কাটাবে পুজো যে যার মতো করে |
নন্দা  15.9.16    9-30pm.

No comments:

Post a Comment