Wednesday, September 14, 2016


"নিজেরাই দোষী"  (নন্দা মুখার্জী রায় চৌধুরী )
___________________+______________________
সরল জীবনে জটিল অঙ্ক ,
  মেলে না যেন কিছুতেই ;
হাঁটতে গেলেই হোঁচট খাওয়া ,
  পরস্পরকে ফেলার চেষ্টা নীচুতেই |
বিশ্বাস যেন মরীচিকা আজ ,
  ভালোবাসা হয়েছে সুখপাখি ;
স্নেহ ,ভালোবাসা হারিয়ে গেছে ,
  দিচ্ছে একে অপরকে ফাঁকি |
অর্থ পিপাসু সকলেই আজ ,
  নিজেই হারাচ্ছে নিজের মান ;
গাড়ি ,বাড়ির পিছনে ছুটতে গিয়ে ,
  কলুষিত করছে নিজেরাই সমাজ |
নন্দা মুখার্জী রায় চৌধুরী  14.9.16   12-30AM

No comments:

Post a Comment