"যান্ত্রিক জীবন"
নন্দা মুখার্জী রায় চৌধুরী
-----------------
অনেকদিন একসাথে থাকতে থাকতে -
দু'জনের মধ্যে একটা তিক্ততা -
চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে -
বাঁধা ছকে জীবন কাটাতে কাটাতে ,
যেন একটা অসার ক্লান্তি ঘিরে ধরেছে |
ছেলেমেয়েরা বড় হয়েছে -
সবাই যে যার জীবনে প্রতিষ্ঠিত ,
তোমার অবসর জীবনে টি .ভি .
আর আমার মোবাইল ফেসবুক -
একাকিত্বটাকে সঙ্গ দিয়ে ,
সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে |
ডাইনিং টেবিলেও আজ আর-
কোনো কথা হয়না ,
যে কথা একদিন সারা রাতেও শেষ হত না ;
আজ যেন কারও কিছুই -
বলার বা শুনার নেই |
দিনে দিনে কেমন প্রযুক্তি ,
নির্ভর হয়ে পড়ছি -
সংসারের কাজগুলিও -
যন্ত্রের মতোই শেষ করছি ;
হয়তো এভাবেই কোনোদিন ,
একজন আর একজনকে ফেলে চলে যাবো ,
তখন কিন্তু কাছে না থাকার -
শূন্যতাটা ঠিক গ্রাস করবে !!
==========
নন্দা 18.9.16 1-45AM
নন্দা মুখার্জী রায় চৌধুরী
-----------------
অনেকদিন একসাথে থাকতে থাকতে -
দু'জনের মধ্যে একটা তিক্ততা -
চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে -
বাঁধা ছকে জীবন কাটাতে কাটাতে ,
যেন একটা অসার ক্লান্তি ঘিরে ধরেছে |
ছেলেমেয়েরা বড় হয়েছে -
সবাই যে যার জীবনে প্রতিষ্ঠিত ,
তোমার অবসর জীবনে টি .ভি .
আর আমার মোবাইল ফেসবুক -
একাকিত্বটাকে সঙ্গ দিয়ে ,
সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে |
ডাইনিং টেবিলেও আজ আর-
কোনো কথা হয়না ,
যে কথা একদিন সারা রাতেও শেষ হত না ;
আজ যেন কারও কিছুই -
বলার বা শুনার নেই |
দিনে দিনে কেমন প্রযুক্তি ,
নির্ভর হয়ে পড়ছি -
সংসারের কাজগুলিও -
যন্ত্রের মতোই শেষ করছি ;
হয়তো এভাবেই কোনোদিন ,
একজন আর একজনকে ফেলে চলে যাবো ,
তখন কিন্তু কাছে না থাকার -
শূন্যতাটা ঠিক গ্রাস করবে !!
==========
নন্দা 18.9.16 1-45AM
No comments:
Post a Comment