Monday, September 19, 2016


"আমার শরৎ"  (নন্দা মুখার্জী রায় চৌধুরী )
 [][][][][][][][][{[{[][]
শরতের আগমনে - 
শিউলির গন্ধে -
 মন মেতেছে - 
কাশফুলের ছন্দে | 
শরতের মাধুর্য -
মনকে দেয় দোলা -
প্রকৃতির অপরূপ শোভায় -
মানুষের অন্তর থাকে খোলা -
শিউলির সৌরভ আনে প্রাণে স্নিগ্ধতা -
শুভ্র- নীলাকাশ নববধূর ন্যায় ;
তাকিয়ে থাকে, মেঘের পর্দা সরিয়ে -
নিয়ে তার অতৃপ্ততা |
নদীর দুকূল উঠে ভরে ,
ধানের ক্ষেত মেলে তার সৌন্দর্যতা -
দোয়েল , কোয়েলের কাকলীতে মুখরিত সব ,
শরতের নীলাকাশে জ্যোস্না যেনো লুটিয়ে পরে |

নন্দা    17.9.16    1-30AP.

No comments:

Post a Comment