Saturday, September 10, 2016

"ঝড়"  ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
আকাশ ভেঙ্গে ঝড় যখন ,
 নামে ধরণীতে ,
সকলে তাকে পায় যে দেখতে -
 নিজের আঁখিতে |
হৃদয় ভেঙ্গে যদি চৌচিড় হয় ,
 জানবে নাতো কাছের কেউ ,
সে ঝড়ের যে আরও ভয়ানক সাজ -
 সারাজীবন ধরে শুধু তোলে ঢেউ |
আকাশের ঝড় ভাঙ্গে কত ঘর ,
 আরও ভাঙ্গে  গাছপালা ,
হৃদয়ের ঝড় ভেঙ্গে দেয় মন -
 কেড়ে নেয় জীবন পথের ভেলা |
++++++++++++++++++++
নন্দা মুখার্জী রায় চৌধুরী 9.9.16.  10PM.

No comments:

Post a Comment