"কঠিন বাস্তব" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
++++++++++++++++++++
জীবনের চলার পথটা -
আস্তে আস্তে খুব কঠিন হয়ে যাচ্ছে -
সর্বদায় সকলে মরীচিকার পিছনে ছুটছি -
'বিশ্বাস' শব্দটা জীবন থেকে হারিয়ে যাচ্ছে -
'ভালোবাসা' স্বার্থের লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে -
ছোটরা বড়দের সম্মান করতে ভুলে যাচ্ছে -
ছেলেমেয়েরা বৃদ্ধ বাবা ,মাকে বোঝা ভাবছে -
অঢেল অর্থ - বাবা,মা সন্তানকে কুপথে চালিত করছে -
সকলেই মনে করছে জীবনে অর্থটাই সব !
টাকার প্রলোভনে মানুষ মানুষকে খুন করছে -
রক্তের সম্পর্ককেউ দিচ্ছে না রেহায় -
মান ও হুস দুটোই মানুষের মাঝে আজ অমিল -
যেকোনো উপায়েই -
ভালো থাকা,ভালো খাওয়া,ভালো পড়া,বড় বাড়ি,দামি গাড়ি -
মনুষ্যত্ব বিকিয়ে টাকার পিছনে ধ্বংসের খেলায় মত্ত -
যে যার মতোই আখের গুছাতেই সকলে ব্যস্ত |
+++++++++=+===++++++++====__=
নন্দা মুখার্জী রায় চৌধুরী 29.8.16 1-20am.
++++++++++++++++++++
জীবনের চলার পথটা -
আস্তে আস্তে খুব কঠিন হয়ে যাচ্ছে -
সর্বদায় সকলে মরীচিকার পিছনে ছুটছি -
'বিশ্বাস' শব্দটা জীবন থেকে হারিয়ে যাচ্ছে -
'ভালোবাসা' স্বার্থের লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে -
ছোটরা বড়দের সম্মান করতে ভুলে যাচ্ছে -
ছেলেমেয়েরা বৃদ্ধ বাবা ,মাকে বোঝা ভাবছে -
অঢেল অর্থ - বাবা,মা সন্তানকে কুপথে চালিত করছে -
সকলেই মনে করছে জীবনে অর্থটাই সব !
টাকার প্রলোভনে মানুষ মানুষকে খুন করছে -
রক্তের সম্পর্ককেউ দিচ্ছে না রেহায় -
মান ও হুস দুটোই মানুষের মাঝে আজ অমিল -
যেকোনো উপায়েই -
ভালো থাকা,ভালো খাওয়া,ভালো পড়া,বড় বাড়ি,দামি গাড়ি -
মনুষ্যত্ব বিকিয়ে টাকার পিছনে ধ্বংসের খেলায় মত্ত -
যে যার মতোই আখের গুছাতেই সকলে ব্যস্ত |
+++++++++=+===++++++++====__=
নন্দা মুখার্জী রায় চৌধুরী 29.8.16 1-20am.
No comments:
Post a Comment