Wednesday, September 14, 2016

"সিঁদুর" (নন্দা মুখার্জী রায় চৌধুরী )
প্রথম দেখার সেই যে স্মৃতি ,
    পড়ছে শুধুই মনে -
রচেছিলাম স্বপ্ন সেদিন ,
    শুধুই তোরই সনে |
তুই না বুঝিস ,বুঝেছিলো
    অন্য সকলে -
তাই বুঝি তোকে সরিয়ে দিলো ,
    আমার হতে দূরে |
বাবা,মায়ের কথামতো ,
    করলি যখন বিয়ে -
ভেবেছিলাম সুখী হ তুই ,
    অন্য কাউকে নিয়ে |
শ্বশুড় বাড়ি গেলি তুই ,
    লাল বেনারসীতে সেজে -
বছর ঘুরতেই ফিরে এলি ,
    বিধবার বেশে |
ইচ্ছা করে দৌড়ে গিয়ে ,
    সিঁথি তোর রাঙ্গাই -
তোর কষ্টে কাঁদে প্রাণ ,
    সমাজের ভয়ে পিছাই |
একবার তুই এগিয়ে আয় ,
    ওই চৌকাঠটি পিছনে  ফেলে -
সারাজীবন থাকবো সুখী ,
   তুই আমি মিলে |
নন্দা  14.9.16  9PM.

No comments:

Post a Comment